নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন। তিনি বলেছেন, এতে এমন সুপারিশ করা হয়েছে যেন, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন। দুইবার প্রধানমন্ত্রী হলে তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না বলেও সুপারিশে উল্লেখ করা হয়েছে। সুপারিশ দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, মোট ১৫০টি সুপারিশ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে বলে আশা করি। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচনও করার সুপারিশ করেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ২০ জন প্রতিনিধি রাখার সুপারিশ করেছি। বদিউল আলম আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ করেছি। ৫০ শতাংশ দলীয় আর ৫০ শতাংশ নির্দোলীয় প্রার্থী দেবে। সংখ্যানুপাতিক...
‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’
প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাসের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
সংবিধান সংস্কার কমিশন দেশের সংবিধানকে আরও কার্যকর, গণতান্ত্রিক এবং মানবাধিকার সুরক্ষিত করার জন্য সাতটি প্রধান সুপারিশ প্রকাশ করেছে। কমিশনের সুপারিশে সংবিধান এবং রাষ্ট্রের মূলনীতি পুনর্বিবেচনা করে একটি উন্নত এবং সুবিচারের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। কমিশনের সুপারিশের সার-সংক্ষেপ: ১. স্বাধীনতা যুদ্ধের আদর্শ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রস্তাব। ২. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা: সরকারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য নিশ্চিত করার পরামর্শ...
শামীম ওসমান ও নানকের পরিবারের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার দুর্নীতির মামলা
স্ত্রী ও ছেলেসহ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ মামলায় করেন সংস্থাটির খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান ও ছেলে তানভীর আহমেদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং কন্যা এস আমরীন রাখি। এরমধ্যে শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার টাকা এবং জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের বিরুদ্ধে ২৫৯...
পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
নিজস্ব প্রতিবেদক
সবধরনের ঋণ পরিশোধের সময়সীমা ৩০ বছর পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আলোচনাসহ রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ চীনের সহায়তা চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। সমঝোতা স্মারক নবায়ন ও দেশের স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেয়ার কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, তিস্তা নিয়ে আলোচনা করা হবে এই সফরে। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার গুরুত্বই সমান, প্রত্যেকের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। সীমান্তে কাঁটাতারের বিষয়ে উপদেষ্টা বলেন, এমন ঘটনা এর আগেও ঘটেছে। আর প্রতিবার এর বিষয়ে আলোচনা হয়েছে। ক্ষেত্র বিশেষে কিছু জায়গায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর