শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জালাল উদ্দিনের মরদেহ দাফনের ৬ মাস পর কবর থেকে তোলা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। আদালতের নির্দেশে বুধবার (১৫ জানুয়ারি ) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আনন্দ বাজার গন কবরস্থান থেকে মরদেহটি তোলা হয়। নিহত জালাল উদ্দিন উপজেলার সখিপুর ইউনিয়নের আনু সরকার কান্দি এলাকার মৃত মোহসন রাড়ীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জালাল উদ্দিন ঢাকা মানিকনগরের ব্যবসায়ী ছিলেন। গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা মানিকনগরের বাসা থেকে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। এরপর মরদেহ নিজ গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন করা হয়। এ বিষয়ে গত ২০ নভেম্বর নিহত জালালের স্ত্রী মলি বাদী হয়ে ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা...
দাফনের ৬ মাস পর কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনে নিহত জালালের মরদেহ
শরীয়তপুর প্রতিনিধি
হরিণাকুন্ডুতে ইট বোঝাই ট্রাক্টরচাপায় শিক্ষার্থী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইট বোঝাই ট্রাক্টর চাপায় নওরিন সোয়োবা নোভা (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা শহরের হল বাজার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নোভা হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী ও উপজেলার ফলসী গ্রামের নজরুল ইসলামের মেয়ে। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ মএ রইফ খাঁন জানান, নোভা হল বাজার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় ইট বোঝায় ট্রাক্টর তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। news24bd.tv/TR
পেঁয়াজ রসুনের আড়ালে গাঁজা চাষ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজা গাছসহ সাহিদুল মণ্ডল (৩৬) নামে এক গাঁজাচাষিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।শহিদুল মণ্ডল বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গত ১ মাস আগে থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মণ্ডল গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ...
নাটোরে পৃথক স্থানে দুজনের রহস্যজনক মৃত্যু
নাটোর প্রতিনিধি
নাটোরে গুরুদাসপুরে পৃথক স্থানে আতিয়া খাতুন এবং রাকিবুল হাসান নামে দুজনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে ও বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার পিপলা এবং চরপিপলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিয়া খাতুন মালয়েশিয়া প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী ও রাকিবুল আলতাব হোসেনের ছেলে। গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গৃহবধূ আতিয়া খাতুন গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আতিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। এদিকে, গৃহবধূ আতিয়া খাতুনের প্রতিবেশী স্থানীয় খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান বুধবার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর