ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইট বোঝাই ট্রাক্টর চাপায় নওরিন সোয়োবা নোভা (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা শহরের হল বাজার সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নোভা হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী ও উপজেলার ফলসী গ্রামের নজরুল ইসলামের মেয়ে। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ মএ রইফ খাঁন জানান, নোভা হল বাজার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় ইট বোঝায় ট্রাক্টর তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। news24bd.tv/TR
হরিণাকুন্ডুতে ইট বোঝাই ট্রাক্টরচাপায় শিক্ষার্থী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
পেঁয়াজ রসুনের আড়ালে গাঁজা চাষ
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজা গাছসহ সাহিদুল মণ্ডল (৩৬) নামে এক গাঁজাচাষিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।শহিদুল মণ্ডল বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে। পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গত ১ মাস আগে থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মণ্ডল গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ...
নাটোরে পৃথক স্থানে দুজনের আত্মহত্যা
নাটোর প্রতিনিধি
নাটোরে গুরুদাসপুরে পৃথক স্থানে আতিয়া খাতুন এবং রাকিবুল হাসান নামে দুইজন আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে ও বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার পিপলা এবং চরপিপলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিয়া খাতুন মালয়েশিয়া প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী ও রাকিবুল আলতাব হোসেনের ছেলে। গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গৃহবধূ আতিয়া খাতুন গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আতিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। এদিকে, গৃহবধূ আতিয়া খাতুনের প্রতিবেশী স্থানীয় খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসান বুধবার সকালে নিজ...
সীমান্তে প্রাণহানিসহ নানা ইস্যুতে বেনাপোলে বিজিবি-বিএসএফ সভা
অনলাইন ডেস্ক
সীমান্তে প্রাণহানি, মাদকদ্রব্য অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান্ত পারাপারসহ নানা ইস্যুতে যশোরের বেনাপোলে বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে যশোর ৪৯ বিজিবি বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে খুলনা সেক্টরের অধীন ব্যাটালিয়নের অধিনায়কসহ ২২ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের দল অংশ নেয়। বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান জানান, সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই পক্ষই সীমান্তে প্রাণহানি, মাদকদ্রব্য অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান্ত পারাপার ও...