দর্শকের মন জয় করে ভারতের সুপ্রিম কোর্টে ‘লাপাতা লেডিজ’

দর্শকের মন জয় করে ভারতের সুপ্রিম কোর্টে ‘লাপাতা লেডিজ’

অনলাইন ডেস্ক

দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের ছবি ‘লাপাতা লেডিজ’। গত ১ মার্চ মুক্তি পায় এই ছবি। সিনেমা হল-এ সাড়া ফেলেছিল এই ছবি। সাড়া ফেলেছিল ওটিটির পর্দায়তেও।

এবার ভারতের সুপ্রীম কোর্টে পৌঁছালো ‘লাপাতা লেডিজ’। শুক্রবার দুপুরে আদালতের বিচারপতি এবং তাঁদের পরিবারের সদস্যের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

এসময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন আমির খান এবং কিরণ রাও। এদিন বিকাল ৪টা থেকে শুরু হয় প্রদর্শন।

আমিরের পরনে ছিল একটি ছাই রঙা পাঞ্জাবি ও কালো পাজামা।

দেশের শীর্ষ আদালতে কেন দেখানো হল ছবিটি? এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘সুপ্রিম কোর্টের ৭৫তম বর্ষপূর্তিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নারী-পুরুষের সমানাধিকারের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বলে ‘লাপতা লেডিজ’ ছবিটির প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ’’

এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘‘‘লাপতা লেডিজ’ সুপ্রিম কোর্টে প্রদর্শনের মাধ্যমে যে ইতিহাস তৈরি হল, তাতে আমার মন আনন্দে ভরে গেছে। আমি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে কৃতজ্ঞ। ’’

news24bd.tv/TR