ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের মেয়ের (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে পটুয়াখালীর শেখেরটেকের একটি ভাড়া বাসায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই তিনি মারাত্মক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সামাজিক লজ্জা, চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় হতাশ হয়ে পড়েন তিনি। সর্বশেষ এসব চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে দাবি করে নিহতের পরিবার। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এদিকে রাতেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...
আমরা আর কোনও বোনকে হারাতে চাই না: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক

দেশের ৮ বিভাগে কখন কোথায় কালবৈশাখী হানা দিতে পারে, জানা গেল
অনলাইন ডেস্ক

দেশের আটটি বিভাগের ওপর দিয়ে রাতভর তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সতর্কবার্তা দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, শনিবার রাত ১০টার পর থেকে রোববার সকাল ৮টার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে প্রবল কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। পলাশ তার পোস্টে কোন বিভাগে, কোন সময়ে ঝড়ের আশঙ্কা রয়েছে, তা নির্দিষ্ট করে উল্লেখ করেন: রংপুর বিভাগ: সব জেলায় রাত ১০টা থেকে রাত ৩টার মধ্যে। আরও পড়ুন পানি ছাড়ল ভারত, বন্যার কবলে পাকিস্তানের কাশ্মীর ২৬ এপ্রিল, ২০২৫ রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া ও সিরাজগঞ্জে রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে। ময়মনসিংহ বিভাগ: সব জেলায় রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে। সিলেট...
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
ইতালির রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। শনিবার (২৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার হোটেল রুমে এই সাক্ষাৎ হয়। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন প্রধান উপদেষ্টা ভ্যাটিক্যান সিটিতে প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানান। তিনি কফিনের সামনে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর পর বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন। তিনি জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, কেনিয়া, বেলজিয়াম, পর্তুগালসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।...
হালনাগাদে ২৩ লাখ মৃত ভোটার বাদ, নতুন যুক্ত ৬৩ লাখ
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রতিবেদন প্রকাশ, চূড়ান্ত তালিকা জুনে
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমে এখন পর্যন্ত ২৩ লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একইসঙ্গে ৬৩ লাখের বেশি নতুন ভোটার তথ্য দিয়ে তালিকায় যুক্ত হয়েছেন। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি নতুন ভোটারদের মধ্যে প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ৬৩ লাখ ১৭ হাজার ৬০০ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে -পুরুষ: ২৯,৬১,০৫৭ জন -নারী: ৩৩,৫৬,২৫০ জন -তৃতীয় লিঙ্গ: ২৯৪ জন এর মধ্যে ৬১ লাখ ৭৬ হাজার ৮৩৮ জন ভোটার ছবি তোলা ও আঙুলের ছাপসহ পূর্ণাঙ্গভাবে নিবন্ধিত হয়েছেন। মারা যাওয়া ভোটারদের নাম মুছে ফেলা হয়েছে তালিকা থেকে মৃত ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়ায় মোট ২৩ লাখ ২৭ হাজার ১১৭ জন ভোটারের নাম কর্তন করা হয়েছে। তাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর