শিক্ষকের বেতের আশীর্বাদ নিতে স্কুলে প্রাক্তন শিক্ষার্থীরা 

অনলাইন ডেস্ক

স্কুল বয়সের মতো শিক্ষাগুরুর সামনে হাজির হচ্ছেন এক এক করে। পশ্চাৎদেশে বেতে আঘাত খেতে একজন সরে গেলে বেতের স্বাদ নিতে আসছেন আরেকজন।  

জীবনের শেষভাগে এসে স্কুল জীবনের স্বাদ নিচ্ছেন বেশ কয়েকজ বয়োজ্যেষ্ঠ। স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের মাঠে হাজির হয়েছেন বয়সে প্রবীণ অথচ মনে মনে ভীষণ প্রাণচঞ্চল একদল তরুণ।

উদ্দেশ্য ছোটবেলায় ফিরে যাওয়া।  সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘুরছে এমন একটি ভিডিও।

জানা গেছে, ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যের একটি স্কুলের পুরনো ছাত্রদের এক অদ্ভুত পুনর্মিলন অনুষ্ঠিত হয়। এদিন প্রিন্সিপালের বেতের বাড়ি খেয়ে স্কুল জীবনের স্মৃতিচারণ করছেন এসব প্রাক্তন শিক্ষার্থীরা।

একে একে সামনে এসে বুঝে নিচ্ছেন যে যার শাস্তি। তারা বিশ্বাস করে এ বেতের আশীর্বাদেই সাফল্যের শিখরে পৌঁছেছেন তারা।  

এদের মধ্যে কেউ কেউ কালেক্টর, পুলিশ অফিসার, ডাক্তার, অ্যাডভোকেট, প্রিন্সিপাল, শিক্ষক, ব্যবসায়ী আবার কেউ গোটা স্কুলের মালিক।  

news24bd.tv/TR