উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি লন্ডন ক্লিনিকএ ভর্তি হবেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা হয়ে পরদিন লন্ডন পৌঁছে এই হাসপাতালে ভর্তি হবেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই বিমানেই বেগম খালেদা জিয়া আগামীকাল রাতে লন্ডন যাত্রা করবেন বলেও জানান ডা. জাহিদ। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিক্সরা থাকবেন। ঢাকায় থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এই বিমানে যাবেন। এরা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, ডা....
খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
নিজস্ব প্রতিবেদক
৭ বছরের অপেক্ষা শেষে দেখা হবে মা-ছেলের
চোখের কান্না চোখেই শুকিয়ে যিনি হাসেন তিনি হলেন মা। সন্তানের জন্য সর্বোচ্চ ছাড় দেয়া সেই মাকে অপেক্ষা করতে হয়েছে ৭টি বছর। আজ যে মায়ের কথা বলছি তিনি আর কেউ নন দেশের বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল লন্ডন যাচ্ছেন তিনি। ওদিকে লন্ডনে মায়ের অপেক্ষায় রয়েছেন বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। দেখা হচ্ছে দীর্ঘ ৭ বছর পর। মাঝখানে খালেদা জিয়ার ছোটো ছেলে ও তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর মর্মান্তিক মৃত্যু হয়। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। সেই বেদনাও রয়েছে তাদের দুজনের মধ্যে। ভাইয়ের মৃত্যুতে পাশে থাকা বা একমাত্র ভাইকে শেষ দেখাটাও দেখতে পারেনি তারেক রহমান। এদিকে তারেক রহমানের সন্তানরাও বড় হয়ে গেছে। দীর্ঘ সময় পর সশরীরে দাদী বেগম খালেদা জিয়াকে দেখতে পাওয়া, সব মিলিয়ে যেন...
গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সুবিধার্থে এনবিআরের দুই প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য কর্তৃক রাষ্ট্রীয় সহায়তা বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড একটি বিশেষ আদেশ জারি করেছে। রোববার (৫ জানুয়ারি) এ আদেশ জারি করা হয়। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পুরুষ সদস্যদের যদি পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে চান, সে ক্ষেত্রে একজন পুরুষ কর্তৃক পারিবারিক সঞ্চয়পত্রের ক্রয়ের ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করে আজ সোমবার (৬ জানুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপন দুটি জারি করার ফলে জুলাই গণভ্যুত্থানের শহীদ পরিবারের নারী পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ...
‘বিডিআর হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের আওতায় আসবে শেখ হাসিনাও’
নিজস্ব প্রতিবেদক
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনে হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে অনুরোধ করে তার ইন্টারভিউ নেওয়া হবে। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, স্বচ্ছভাবে তদন্ত করে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আমাদের ওপর আস্থা রাখুন। তিনি বলেন, তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যাতে ২৫ ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে। তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন, বিডিআর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর