নিখুঁত মেকআপ পেতে ত্বকের রঙের সঙ্গে মানানসই ব্লাশার

নিখুঁত মেকআপ পেতে ত্বকের রঙের সঙ্গে মানানসই ব্লাশার

অনলাইন ডেস্ক

মুখের গড়ন, আকার, ত্বকের রং সবকিছু দেখেশুনে তবেই ব্লাশার বাছাই করতে হবে। না হলে মেকআপ নিখুঁত হবে না। চলুন নিম্নে জেনে নেই কোন ত্বকের জন্য কেমন ব্লাশ বাছবেন।

গায়ের রং যদি ফর্সা হয়
ত্বকের রং যদি উজ্জ্বল ফর্সা হয় তা হলে হালকা রঙের ব্লাশারই বেছে নিন।

খুব গাঢ় রঙের ব্লাশ গায়ের রঙের অনুপাতে চড়া দেখাবে। হালকা গোলাপি, কোরাল, পিচ শেডের ব্লাশার ফর্সা ত্বকের জন্য মানানসই।

উজ্জ্বল শ্যামবর্ণ
একটু গাঢ় শেডের গোলাপি মন্দ লাগবে না। পিচ রঙের ব্লাশারও মানাবে।

যাঁদের গায়ের রং খুব উজ্জ্বল নয় আবার চাপাও নয়, তাঁরা হালকা গোলাপি, বেরির মতো হালকা লাল কিংবা গোলাপির সঙ্গে মভের মিশেলে তৈরি ব্লাশার ব্যবহার করতে পারেন।

গায়ের রং খুব চাপা হলে খয়েরি, লাল বা কমলা রঙের উজ্জ্বল ব্লাশার ব্যবহার করতে পারেন। খুব হালকা রং ফ্যাকাশে লাগবে। গোলাপির যে কোনও উজ্জ্বল শেড, কোরালও এমন ত্বকে মানিয়ে যাবে।

ব্লাশার স্থায়ী করার জন্য, ফাউন্ডেশন ভিজে অবস্থায় থাকার সময়ে ক্রিম ব্লাশ লাগান। তার উপর পাউডার লাগিয়ে নিতে পারেন।

news24bd.tv/TR