যে লড়াই বীর জনতার সে লড়াই জিতবেই: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

শিক্ষক নেটওয়ার্ক

যে লড়াই বীর জনতার সে লড়াই জিতবেই: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

অনলাইন ডেস্ক

কলকাতায় যৌন নিপীড়নের প্রতিবাদে চলা আন্দোলনের সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষাক নেটওয়ার্ক জানিয়েছে, ‘এই অগ্নিগর্ভ আন্দোলনের সমকাতারে দাঁড়িয়ে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যবৃন্দ বলতে চাই, যে লড়াই বীর জনতার সে লড়াই জিতবেই। ’ রোববার (১৮ আগস্ট) এক বিবৃতিতে তারা এ কথা জানায়।  

ওই বিবৃতিতে জানানো হয়, ২০১২ সালে দিল্লিতে বাসে জ্যোতি সিংকে নৃশংসভাবে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, যা ‘নির্ভয়া হত্যাকাণ্ড’ নামে বহুল আলোচিত। ২০১৪ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে হোককলরব স্লোগানে যে শিক্ষার্থী আন্দোলন সূচিত হয়েছিল, সেটিও পুরো উপমহাদেশকে নাড়িয়ে দিয়েছিল।

আজকে এমনই আরেকটি অগ্নিগর্ভ আন্দোলনের সমকাতারে দাঁড়িয়ে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যবৃন্দ বলতে চাই, যে লড়াই বীর জনতার সে লড়াই জিতবেই। এ লড়াইয়ে বাংলাদেশের নিপীড়নবিরোধী, বৈষম্যবিরোধী লড়াকু মানুষ ভারতের সংগ্রামী জনতার পাশে আছে।  

এতে বলা হয়, বাংলাদেশে মাত্রই ‘জুলাই হত্যাকাণ্ডে’র প্রতিবাদে ছাত্র-জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থান ঘটিয়েছেন। সে লড়াইয়ে কলকাতাসহ সমগ্র ভারতের ফ্যাসিবাদ-আধিপত্যবাদবিরোধী জনগণ সংহতি জানিয়ে রাজপথে স্লোগান দিয়েছেন।

দিকে দিকে ছড়িয়ে যাক বাংলাদেশের বিপ্লবী জনতার সেই অভূতপূর্ব স্পিরিট আর জয়যুক্ত হোক মৌমিতাদের জন্য ‘রাত দখলের’ এ অকুতোভয় লড়াই। মহাসংহতি কলকাতা!’ 

বিবৃতিতে অনলাইনে স্বাক্ষরকারী শিক্ষকরা হলেন-

১. অলিউর সান, প্রভাষক, ইংরেজি ও মানবিক বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ 
২. ফাতেমা শুভ্রা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
৩. তাসনীম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয় 
৪. সৌমিত জয়দ্বীপ, সহকারী অধ্যাপক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় 
৫. মনিরা শরমিন, সহকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ 
৬. রুশাদ ফরিদী, সহকারী অধ্যাপক, অর্থনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় 
৭. সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয় 
৮. শেহরীন আতাউর খান, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
৯. নাসির আহমেদ, সহযোগী অধ্যাপক, ইংরেজি, জগন্নাথ বিশ্ববিদ্যাল 
১০. বখতিয়ার আহমেদ, অধ্যাপক, নৃবিজ্ঞান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ 
১১. আব্দুল্লাহ হারুন চৌধুরী, অধ্যাপক, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় 
১২. উন্মেষ রায়, সহকারী অধ্যাপক, বাংলা, বরিশাল বিশ্ববিদ্যালয় 
১৩. সৌম্য সরকার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
১৪. কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় 
১৫. শামস্ আরা খাঁন, সহকারী অধ্যাপক, ফার্মেসি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
১৬. সুমন সাজ্জাদ, অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
১৭. মানস চৌধুরী, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
১৮. সৌভিক রেজা, অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 
১৯. মৌমিতা রায়, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক