ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ৪টা ৫৩ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। এনসিএস জানিয়েছে,রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ০। উৎপত্তিস্থলে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। আরও পড়ুন আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ ১২ মার্চ, ২০২৫ ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। ফলে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। news24bd.tv/SHS...
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান
নিজস্ব প্রতিবেদক

দূষণবিরোধী অভিযানে ২৪ কোটি টাকা জরিমানা, বন্ধ ৬৪৮ ইটভাটা
অনলাইন ডেস্ক

দেশব্যাপী দূষণবিরোধী অভিযানে গত তিন মাসে ৬৪৮টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অভিযানে ১ হাজার ৬৬৩টি মামলায় আদায় করা হয়েছে ২৪ কোটি ৯ লাখ ৫০ হাজার ১০০ টাকা জরিমানা। আজ শুক্রবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ৭৭৮টি ভ্রাম্যমাণ আদালত যানবাহনের ধোঁয়া, অবৈধ ইটভাটা, স্টিল মিল, শব্দদূষণ, ঝুঁকিপূর্ণ বর্জ্য, অবৈধ সীসা কারখানা, জলাশয় ভরাট, টায়ার পোড়ানো এবং খোলা নির্মাণ সামগ্রির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অভিযানে ৪৩৮টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে এবং ২১০টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং সাতটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া...
গুলি করে মানুষ খুন মানতে পারেননি, তাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে শহীদ হন নাসির
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়, তখন রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় আন্দোলনে যোগ দেন মো. নাসির হোসেন (৩৯)। ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর ২৩ জুলাই তিনি শাহাদত বরণ করেন। নাসিরের ছোট ভাই পিকআপ ভ্যানচালক মো. জিলানী ইসলাম বলেন, আমার ভাই একজন সাধারণ মানুষ ছিল। দর্জি কাজ করত। রাজনীতিতে তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু মানুষকে পাখির মতো গুলি করে মারা সে মানতে পারেনি। এমনকি আমিও অল্পের জন্য গুলির হাত থেকে বেঁচে গেছি। তিনি আরও বলেন, পরিহাসের বিষয় হচ্ছে, গুলিবিদ্ধ হওয়ার পরদিনই পুলিশ আমার ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। পুলিশের কাছে আমার ভাই সন্ত্রাসী! জিলানী জানান, তবে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মামলাটি প্রত্যাহার করা হয়। তিনি বলেন, ২০ জুলাই...
লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৬৭ বাংলাদেশি
অনলাইন ডেস্ক

ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও পার্শ্ববর্তী অঞ্চল হতে দেশে ফিরতে ইচ্ছুক ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর পাঁচটায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে দেশে ফিরেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। এই ফ্লাইটে দেশে ফেরা অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর