ঈদের ছুটি শেষে সবে মাত্র রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। তাই বাজারগুলোতে ক্রেতার সংখ্যাও কম। শাক-সবজি, মুরগিসহ বেশিরভাগ নিত্য পণ্যও বিক্রি হচ্ছে কম দামেই। নেই চিরচেনা ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, কোনো কোলাহল। আজ শুক্রবার (৪ এপ্রিল) ঈদের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে কেরানীগঞ্জের জিনজিরা ও আগানগর এবং রাজধানীর নয়াবাজার, কারওয়ান বাজার ও নিউমার্কেট কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বিক্রেতারা পণ্য সাজিয়ে বসে আছেন, তবে দেখা নেই ক্রেতার। বিক্রেতার সংখ্যাও বেশ কম। এতে অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্য পণ্য। বিক্রেতারা বলছেন- বাজারে পর্যাপ্ত পণ্য আছে, কিন্তু ক্রেতা নেই। এতে দাম কমেছে। রাজধানীর কারওয়ান বাজারের মুদি দোকানি কিবরিয়া বলেন, ঈদের ছুটি শেষে মানুষ এখনো ঢাকায় ফেরেনি। বাজারে ক্রেতা নেই। পণ্য বিক্রি করব কার কাছে?...
শুরু হয়নি হাঁকডাক, দামেও স্বস্তি
নিজস্ব প্রতিবেদক

‘টিকফার মাধ্যমে শুল্ক হ্রাসের আলোচনা শুরু করতে হবে’
অনলাইন ডেস্ক

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্র ঠিক কিসের ভিত্তিতে বাংলাদেশের ওপর এই শুল্ক আরোপ করলো, তা পরিষ্কার হলো না। তারা হিসাব করে বের করেছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করে, সেসব পণ্যে ৭৪ শতাংশ শুল্ক আরোপ করেছে; সেই হিসাবে বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রম্পের শুল্ক আরোপের বিষয়ে প্রশ্নের উত্তরে একটি সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই শুল্কের হিসাবের মধ্যে শুল্ক ছাড়াও আরও কিছু বিষয়ে আমলে নেওয়া হয়েছে। যেমন মুদ্রার বিনিময় হার, অশুল্ক বাধা, সংশ্লিষ্ট দেশের বাণিজ্যনীতি ইত্যাদি। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে, সেগুলোতে আমদানি শুল্ক খুবই কম। বিষয়টি হলো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যে তিনটি...
ট্রাম্পের নতুন শুল্ক আরোপ ঘোষণার পরপরই বাড়লো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। এর অল্পকিছুক্ষণের মধ্যেই বিশ্ব বাজারে বেড়েছে স্বর্ণের দাম। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার দিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। সেই ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারী সব দেশের ওপর রপ্তানিশুল্ক আরোপ করেছে তার নেতৃত্বাধীন প্রশাসন। দেশভেদে এই শুল্কের হার সর্বনিম্ন ১০ শতাংশ (বেইসলাইন ট্যারিফ) থেকে সর্বোচ্চ ৪৬ শতাংশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এই ঘোষণা দেওয়ার এক ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণের দাম পৌঁছেছে ৩ হাজার ১২৯ দশমিক ৪৬ ডলারে (বাংলাদেশি মুদ্রায়...
ভারত থেকে এলো আরও ১০ হাজার মেট্রিক টন চাল
অনলাইন ডেস্ক

ভারত থেকে আরও১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম। ইমদাদ ইসলাম জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিটি জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। তিনি আরও জানান, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ৯ টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৬...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর