লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে দলীয় কার্যালয়, ব্যক্তিগত বসতবাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এ সংঘর্ষ চলে। আহতদের মধ্যে রয়েছেন শফিক রাঢ়ী, তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁন, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদ। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক কবিরাজ এবং রায়পুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিএম শামীম গাজীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে এবং সংঘর্ষ...
আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
অনলাইন ডেস্ক
![আধিপত্য নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/20/1734710989-a970b24ae23afdb239329161747c4482.jpg?w=1920&q=100)
ফুলের বাগানে লুকিয়ে থাকা ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহ প্রতিনিধি
![ফুলের বাগানে লুকিয়ে থাকা ভারতীয় নাগরিক আটক](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/20/1734699948-a1bc0e57fd0a585a8a3e05377cc68ff7.jpg?w=1920&q=100)
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সুপ্রদীপ হালদার (২১) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রামের সুভাষ হালদারের ছেলে। ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, তাদের কাছে তথ্য ছিল, কিছু ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় বিজিবি সদস্যরা সীমান্ত এলাকার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থান নেন। ওই সময় একটি গোলাপ ফুলের বাগানে লুকিয়ে থাকা অবস্থায় ভারতীয় নাগরিক সুপ্রদীপ হালদারকে আটক করে। আটক সুপ্রদীপ হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।...
চিনিকলের গাড়ির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
![চিনিকলের গাড়ির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/20/1734695040-39351f53ec1af74eee95043b53b2aefb.jpg?w=1920&q=100)
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় এক নারীসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। তারা হলেন- মৌসুমি আক্তার (২৬) নামে এক গৃহবধূ ও ফিরোজ হোসেন (২২)। নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ একই গ্রামের হাসেম আলীর ছেলে। জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন তারা। এসময় পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তার নিহত হয় । সেসময় গুরুতর আহত অবস্থায় ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে দুর্ঘটনায় তিনি মারা যান। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত...
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন
সিরাজগঞ্জ প্রতিনিধি
![সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন](https://asset.news24bd.tv/public/news_images/2024/12/20/1734695217-675d60d3acd44f0490e6b1fc7f5e8f5c.jpg?w=1920&q=100)
সিরাজগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বারী সেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, নিহত বারী সেখ বহুলী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। কিছুদিন আগে একই গ্রামের নুরনবী তার কয়েকটি জমি জোরপূর্বক দখল করে নেয়, যা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বারী সেখ বাড়ি থেকে বহুলী বাজারে যাওয়ার পথে নুরনবী ও তার সহযোগীরা বারী সেখের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো ও লাঠিসোটা দিয়ে পেটানোর ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর