যানজটে নাকাল রাজধানীবাসী

যানজটে নাকাল রাজধানীবাসী

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজটের কবলে পড়ে দুর্বিষহ হয়ে উঠেছে নগরবাসীর জীবন। সোমবার (১৯ আগস্ট) এমন অবস্থা দেখা যায় রাজধানীর বিভিন্ন স্থানে। তীব্র যানজট নিয়ে ট্রাফিক পুলিশ সূত্র বলছে, ঢাকার সড়কে একধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

এইদিন রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ানবাজার সার্ক ফোয়ারা, বাংলামোটর, তেজগাঁও, সিদ্ধেশ্বরী, মতিঝিল, মহাখালী, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা দিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান জানিয়েছেন, ‘অনেকেই নানা দাবিদাওয়া নিয়ে রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা “যমুনার” সামনে কাউতে বসতে দিইনি। তাই নগরের বিভিন্ন স্থানে আজ খণ্ড খণ্ড আকারে বসে আছেন অনেকেই। ’

শাহবাগ বা রমনার দিকে রাস্তায় বসে গেলে যানজট বেড়ে যায় আশপাশের সড়কেও।

আজও তেমনটাই হয়েছে বলে জানান মো. মুনিবুর রহমান।

এসময় তিনি বলেন, রমনার আশপাশে মতিঝিলসহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে যানজট। পুরো সড়কে তো আর যানবাহন চলতে পারছে না। তাই একধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এদিকে গতকাল রোববার (১৮ আগস্ট) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোপুরিভাবে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন সড়কে নেমে এসেছেন নানা পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এমন অবস্থার মধ্যে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে রয়েছে।

news24bd.tv/SC 

এই রকম আরও টপিক