মিরপুরে উপদেষ্টা আসিফের সঙ্গে যে কথা হলো তামিমের

মিরপুরে উপদেষ্টা আসিফের সঙ্গে যে কথা হলো তামিমের

অনলাইন ডেস্ক

সকালে হুট করেই হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলেন তামিম ইকবাল। আজ সোমবার (১৯ আগস্ট) মাঠে আসেন তিনি। এরপর মিরপুরে আসেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর ঘুরিয়ে-ফিরিয়ে দেখান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম।

 

এসময় তামিম ছাড়াও উপদেষ্টার সঙ্গে উপস্থিতি ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার নাফিসসহ আরও অনেকে।

উপদেষ্টাকে সবকিছু ঘুরিয়ে দেখানোর সময়ে অনেক কথাই বলতে শোনা যায় তামিমকে। কথা বলেন ক্রীড়া উপদেষ্টাও। তামিম একটা সময় পূর্ব পাশের গ্যালারির দিকে আঙুল দেখিয়ে আসিফের উদ্দেশে বলেন, ‘এখানে একটা ইলেকট্রকিকস জায়ান্ট স্ক্রিন ছিল।

ঝড়ে ভেঙে গেছে। ’ সাবেক অধিনায়কের কথায় পরে স্মৃতিতে ডুবে যান আসিফ। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। ২০১৪ সালে যখন মাঠে এসেছিলাম। সম্ভবত এখানে বসেই খেলা দেখেছি। ’

তবে এর বাইরে তামিমের সঙ্গে কি বিশেষভাবে উপদেষ্টা আসিফের কোনো কথা হয়েছে? এমন প্রশ্নের জবাবে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘শুধু তামিম নয়, কারও সঙ্গেই আলাদা করে কথা বলেননি উপদেষ্টা মহোদয়। ’

তামিম অনেকদিন ধরেই নেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে। আর কখনো জাতীয় দলে ফিরবেন কি-না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাই ঠিক কোন ভূমিকায় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মাঠে ঘুরলেন তিনি? বিসিবি সিইও বলেন, ‘ঠিক কোন ভূমিকায় তামিম উনাদের ঘুরিয়ে দেখালেন সেটা বলতে পারব না। আগে থেকে যোগাযোগ ছিল সে কারণেই সঙ্গে ছিল আর কী। ’

news24bd.tv/SHS