রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি পিকআপকে ধাওয়া করে বিশেষ কায়দায় লুকানো ৪০ লক্ষাধিক টাকা মূল্যের ১৪০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে এমপির ডিবি-লালবাগ বিভাগ। আটক ওই ব্যক্তির নাম দেলোয়ার (২৫)। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে খিলক্ষেত থানাধীন কুড়াতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়। ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিবি-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট রাস্তার কাঞ্চন ব্রিজের দিক থেকে একটি পিকআপে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকায় আসছে। ওই সংবাদের ভিত্তিতে ডিবির টিম ৩০০ ফিট রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে কাঞ্চন ব্রিজের দিক থেকে নির্দিষ্ট...
খিলক্ষেত থেকে ১৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না গ্যাস
নিজস্ব প্রতিবেদক

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-১ এর জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
অনলাইন ডেস্ক

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (২৬ মার্চ) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন পয়েন্ট থেকে খুন, ডাকাতি, চুরি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সাহেদ (৩০), সবুজ মুন্সি (৩৪), সবুজ আকাশ (২৫), সাবিনা (২৮), জাবেদ (৩২), বিল্লাল ভাতিজা বিল্লাল (২৭), বিল্লাল হোসেন (২৩), জুয়েল (২২), বেল্লাল (৩০), ইব্রাহিম (২২), রনি (১৯), লিটন (৩৪), সাগর (১৮), বিপ্লব রনি (৩৬), জাকির (৩৬) এবং ইমাম (২০)। আরও পড়ুন প্রত্যন্ত অঞ্চলে অসহায় পরিবারটির পাশে তারেক রহমান ২৬ মার্চ, ২০২৫...
ছায়ানটে সন্জীদা খাতুনকে অশ্রুসিক্ত বিদায়
নিজস্ব প্রতিবেদক

চোখে অশ্রু, হাতে ফুল সন্জীদা খাতুনের শেষবিদায়ে ছায়ানট সংস্কৃতি ভবনে নেমেছিল হাজারো জনতার ঢল। শাহীন সামাদ, বুলবুল ইসলামরা গাইলেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, কান্না হাসির দোল দোলানো। আজ বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ সন্জীদা খাতুনের কফিন শেষবারের মতো ছায়ানট সংস্কৃতি-ভবনে নেওয়া হলে শোকের আবহ তৈরি হয়। গান আর ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবিদায় জানালেন সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিল্পী, ছায়ানটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মীসহ হাজার মানুষ। গতকাল মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ ছুঁই ছুঁই। যাদের হাত ধরে ছায়ানট গড়ে উঠেছে, তাদের একজন সন্জীদা খাতুন। তিনি ছায়ানটের সভাপতির দায়িত্বেও ছিলেন। ছায়ানটের প্রতিষ্ঠাতাদের মধ্যে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর