অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান ফয়জুল করিমের

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান ফয়জুল করিমের

নাহিদুর প্রিন্স

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে পরিবেশ তৈরী করে নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম। আজ মঙ্গলবার বেলা ১২টায় পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  

এসময় নির্বাচন সামনে রেখে ইসলামী সমমনা দলগুলোকে নিয়ে জোট করার কথা জানান মুফতি সৈয়দ ফয়জুল করিম।

তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে ইসলামী আন্দোলনের মোট ১৮ জনের প্রানহানির কথা উল্লেখ করেন সিনিয়র নায়েবে আমীর। গুরুতর আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসার দাবী জানান তিনি।

আলাদা ট্রাইবুনাল গঠন করে সাস্প্রতিক গণহত্যার বিচারের দাবি জানিয়ে ফয়জুল করিম বলেন, এর সাথে জড়িতদের রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে হবে।

news24bd.tv/TR