নগর প্রশাসন পরিচালনায় কোনো চ্যালেঞ্জ নেই: ডিএনসিসি প্রশাসক

সংগৃহীত ছবি

নগর প্রশাসন পরিচালনায় কোনো চ্যালেঞ্জ নেই: ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

নগর প্রশাসন পরিচালনায় কোনো চ্যালেঞ্জ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নব নিযুক্ত প্রশাসক মো: মাহমুদুল হাসান।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে গুলশান নগর ভবনে দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। প্রশাসক বলেন, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করবে নগর প্রশাসন।

তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

তবে সকল সেবা অব্যাহত রাখতে প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় আগের মতই ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। খালের জমি উদ্ধার করে সবুজায়ন কর্মসূচিও চলবে বলে জানান নতুন নগর প্রশাসন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক