মাগুরার শিশু আছিয়ার ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে এই মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সাহেব বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি আর চলতে দেওয়া যাবে না। তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দোষীদের শাস্তি নিশ্চিত হয় না। দ্রুত রাষ্ট্রকে সকল ধর্ষণের ঘটনায় বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।...
আছিয়ার ধর্ষণের প্রতিবাদে রাজশাহীতে ছাত্র জনতার মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের মশাল মিছিল
টাঙ্গাইল প্রতিনিধি

মাগুরায় ধর্ষণের শিকার ৯ বছরের শিশু আছিয়া মৃত্যুর খবরে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবীতে টাঙ্গাইলের ভুঞাপুরে বিক্ষোভ ও মশাল করেছে শিক্ষার্থীরা। এর আগে আজ (১৩ মার্চ) দুপুরে দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশু আছিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মশাল মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই। আছিয়ার রক্ত বৃথা যেতে দিব না। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। তুমি কে আমি কে আছিয়া আছিয়াসহ বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি চায় তারা। এ সময় স্কুল-কলেজের একাধিক শিক্ষার্থী প্রতিবাদ স্বরূপ হাত এবং মুখ বেঁধে মশাল মিছিলে অংশ নেয়।...
যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট
অনলাইন ডেস্ক

যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্রাশ ল্যান্ডিং করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বিমান বন্দরের রানওয়েতে এই ঘটনা ঘটে। তবে বিমানটিতে থাকা দুই পাইলট অক্ষত রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর Grob-120 TP মডেলের প্রশিক্ষণ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বেলা ১২টা ১৮ মিনিটে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে জরুরি অবতরণের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা নিরাপদে উদ্ধার হন। আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সূত্র জানায়, ভূমিতে ক্রাশ ল্যান্ডিংয়ের ফলে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়।...
সিরাজগঞ্জে চোরাই গরুসহ আটক ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে দুটি চোরাই গরুসহ চোর চক্রের চার জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ মার্চ র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনটি পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো-পাবনার সুজানগর থানার দুলাই গ্রামের শাহজাহান খন্দকারের ছেলে শাহীন খন্দকার (৪৪), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলীয়ারপুর গ্রামের জমশের মণ্ডলের ছেলে আব্দুল খালেক (৪৫), একই উপজেলার প্রতাপপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন আলী (৩০) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে জরিপ মণ্ডল (৩৪)। র্যাব-১২ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের জাহাঙ্গির আলমের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়।এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়। বিষয়টি র্যাব গুরুত্বসহকারে নিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোরাইকৃত গরুসহ চোর চক্রের ৪জনকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর