নোয়াখালীর চাটখিল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো.বোরহান (৪৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বোরহান চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং একই ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের খাদুয়া বাড়ির মাওলানা অলি উল্লার ছেলে। র্যাব-১১ জানায়, মামলার ভিকটিম মো.মামুনুর রশিদ খানকে আসামিরা তাদের সাথে অপরাধমূলক কাজ করার জন্য বিভিন্ন ভাবে প্রভাবিত করে আসছিল। তিনি আসামিদের সাথে অপরাধমূলক কাজ করতে রাজি না হয়ে প্রতিবাদ করলে আসামি বোরহানসহ অপরাপর আসামিরা রশিদ খানকে হত্যা করার...
গুলি করে যুবককে হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি:

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযান, সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি

যৌথবাহিনীর অভিযানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে থেকে সাত দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্যরা সদর হসপিটালে আগত রোগী ও স্বজনদের সাথে বিভিন্ন প্রলোভনে প্রতারণা করে আসছে। এমন অভিযোগে দুপুরে হাসপাতাল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় রোগীদের সাথে প্রতারণা করার সময় দুই নারী ও পাঁচ পুরুষসহ সাত দালালকে আটক করা হয়। পরে দালাল চক্রের সদস্যদের লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত দালালরা হলেন, ফেরদৌস, দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির ও সোহেল। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর হাসপাতালে আটক দালালদেরকে থানা নিয়ে আসা...
বাবা মায়ের কোলে ফিরল চুরি হওয়া শিশু সায়ান
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশু সায়ান আহমেদ অবেশেষে ফিরে এলো বাবা মায়ের কোল। শিশুটিকে ফিরে পাওয়ার পরে আনন্দে যেন মেতে উঠেন শিশুর পরিবার সহ সকলেই। শিশুটিকে কোলে নিতে ও এক ঝলক দেখতে সদর থানা চত্বরে ভিড় করেন সর্বস্থরের মানুষ। তবে শিশুটির বাবা মা একদিকে যেমন পুলিশ ও র্যাবকে দিচ্ছেন ধন্যবাদ, অপরদিকে বলছেন আগামীতেও প্রয়োজন নিরাপত্তার। গত বুধবার রাতে ঠাকুরগাঁও পুলিশের একটি দল গিয়ে গাজীপুর থেকে শিশু সায়ান আহমেদ এবং তার পরিবাকে নিয়ে আসেন থানায়। এসময় শিশুর পরিবারকে ফুলের শুভেচ্ছা দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। খবরটি ছড়িয়ে যাবার পরে থানা এলাকায় ছুটে আসেন বিভিন্ন স্থরের মানুষেরা। শিশুটিকে দেখতে ও তাকে কোলে নিতে শুরু করেন সকলেই। দীর্ঘ সময় পরে পুলিশ ও র্যাবের সফল অভিযানে নিজের ছেলে সন্তানকে কাছে পেয়ে খুশি পরিবারটি। বাবা মায়ের কোল...
অসভ্যতার পর কলেজছাত্রীকে অটো থেকে ছুঁড়ে ফেলে যায় ওরা
অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনতাইয়ের পর হেনস্তা করে অটোরিকশা থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা। গতকাল বুধবার (১২ মার্চ) রাত ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তায় তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে একলাশপুর ইউনিয়নের চৌমুহনী-মাইজদী আঞ্চলিক সড়কের দরবেশপুর এলাকায় শিক্ষার্থীকে ফেলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, বুধবার বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ইফতার মাহফিল ছিল। সদর উপজেলার বাসিন্দা কলেজের এক ছাত্রী ইফতার মাহফিল শেষে অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে অটোরিকশা দরবেশপুর এলাকায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর