আতঙ্কে চুল পড়ে যাচ্ছে ফিলিস্তিনি শিশুর

আট বছরের ফিলিস্তিনি শিশু তাবিল

আতঙ্কে চুল পড়ে যাচ্ছে ফিলিস্তিনি শিশুর

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনে সেখানকার ছোট্ট শিশুরা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। যুদ্ধের ভয়াবহতা-বীভৎসতা দেখে সেখানকার আট বছরের এক শিশু তাবিল বলছিলো, তার চুল একসময় খুব সুন্দর ও লম্বা ছিলো। নিজের চুল আঁচড়াতেও ভালোবাসতো সে।

তবে এখন তার সব চুল পড়ে যাচ্ছে এমনটা বলে অশ্রুসিক্ত হয়ে পড়ে সে।

এসময় সে আরও বলে, স্কুলে তার যেসব বন্ধু-বান্ধবরা তার চুলের প্রশংসা করতো তারা এখন মজা করে।  

রাফা উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তাবিল ও তার পরিবার বাস্তুচ্যুত হয়। সে বলেছে, ‘আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন হামলা চালানো হয়। তারা (ইসরায়েলি বাহিনী) গুলি ও বোমাবর্ষণ করতে থাকে।

বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। ’

ঘটনাটির কয়েকদিনের মধ্যে তাবিল লক্ষ্য করে তার মাথার সব চুল পড়ে যাচ্ছে। তাবিলের মা এসময় জানান, তার মেয়ে চারপাশের ধ্বংসযজ্ঞ এবং লাশের সারি দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। এখানে কোনো স্থিতিশীলতা নেই উল্লেখ করে তিনি বলেন, আতঙ্ক এবং আচমকা গোলা নিক্ষেপের মতো ঘটনা তার চুল পড়ে যাওয়ার কারণ।

এদিকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক সতর্কতা দিয়ে বলেছে, গাজার শিশুরা মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছে। (সূত্র: আলজাজিরা

news24bd.tv/SC