২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারে কর্মীরা রাজধানীর কারওয়ানবাজার সড়ক অবরোধ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় এসব কর্মীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচিতে যেতে না পারা কর্মীরা বলেন, ‘আমরা ৫ লক্ষ টাকা দিয়েও যেতে পারিনি। আমরা ড. ইউনূস এর সাক্ষাৎ চাই। আমরা ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারী মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।’ আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরও কর্মীরা আসতেছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।’ news24bd.tv/MR
সড়ক অবরোধ করলেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সারজিস
অনলাইন ডেস্ক
সমন্বয়ক সারজিস আলম সম্প্রতি জানিয়েছেন, তিনি আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদে নেই। ফাউন্ডেশনের কাজ তরান্বিত করতে গঠনতন্ত্র, কাজের প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চীফ এক্সিকিউটিভ অফিসার (CEO)।আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। তিনি আরও লিখেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চীফ এক্সিকিউটিভ অফিসার (CEO) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান...
বোমা হামলার হুমকি: বিমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রবেশ
নিজস্ব প্রতিবেদক
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বেলা সাড়ে ১০টায় বোম্ব ডিস্পোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করেছে। ১১টা পর্যন্ত তল্লাশি চলছিল বলে জানা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে তল্লাসি করছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাসি করা হবে। প্লেনে আসা যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। এখন পর্যন্ত কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত তারা টার্মিনাল ভবনেই থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও পড়ুন ঢাকাগামী বিমানে বোমা হামলার হুমকি, যাচ্ছে যৌথবাহিনী ২২ জানুয়ারি, ২০২৫ এর আগে বিমানবন্দরের নির্বাহী পরিচালক...
আয়নাঘরে ছিল শিশুরাও, মায়ের দুধ পান করতে দেওয়া হতো বাধা
অনলাইন ডেস্ক
গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর একে একে বেরিয়ে আসছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ভয়াবহ ঘটনা। একটি তদন্তে দেখা গেছে, শিশুদেরও গোপন কারাগারে (আয়নাঘর) আটক রাখা হতো। সেখানে চলত নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার তার প্রাথমিক প্রতিবেদনে বলেছে, অন্তত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর