পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক বদলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ তিন বাহিনীর নতুন পোশাকের রং নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই নিজের পছন্দের রং প্রস্তাব করছেন। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা পুলিশের পোশাক গোলাপি করা আহ্বান জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। এরই মধ্যে সাক্ষাৎকারের কিছু অংশ দুনিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে, গোলাপি ভালো একটি প্রতীক, পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার। তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, যারা মানুষকে এরেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে...
পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান উমামা ফাতেমার
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআর হাইকমিশনারের
নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সঙ্কট সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এসব বলেন ফিলিপ্পো। বিশ্বনেতাদের অন্যতম গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত মঙ্গলবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করেন। ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের সমাধান এবং ২০২৫ সালের শেষ দিকে একটি বৈশ্বিক সম্মেলন...
ঢাবিতে গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনারের নিকটবর্তী জিমনেসিয়াম এলাকায় গাছের ডাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি গাছ থেকে নামান। এর আগে, সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা সকালে ক্লাসে আসার পথে কিছু মানুষ উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে ছিলেন। কাছে গিয়ে দেখি একটি লাশ গাছের ডালে ঝুলছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক খুঁটির কাছেও মরদেহটি ছিল, অনেক ওপরে ঝুলছিল। ফায়ার সার্ভিস জানায়, মরদেহটি সম্ভবত কোনো ভবঘুরে ব্যক্তির, এবং তার বয়স ৫০ এর কাছাকাছি। তবে, এ মুহূর্তে তার পরিচয় সম্পর্কে...
সড়ক অবরোধ করলেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারে কর্মীরা রাজধানীর কারওয়ানবাজার সড়ক অবরোধ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় এসব কর্মীদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচিতে যেতে না পারা কর্মীরা বলেন, ‘আমরা ৫ লক্ষ টাকা দিয়েও যেতে পারিনি। আমরা ড. ইউনূস এর সাক্ষাৎ চাই। আমরা ঋণ করে চলছি। পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারী মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।’ আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরও কর্মীরা আসতেছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।’ news24bd.tv/MR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর