বন্যায় নিহত বেড়ে ৫২

বন্যায় নিহত বেড়ে ৫২

অনলাইন ডেস্ক

দেশের ১১টি জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। এখন পর্যন্ত বন্যায় ৫২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট)সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যু তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ৬ জন, কুমিল্লায় ১৪ জন, নোয়াখালীতে ৮ জন, কক্সবাজারে ৩ জন, ফেনীতে ১৭ জন, লক্ষ্মীপুরে ১ জন, মৌলভীবাজারে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন এবং খাগড়াছড়িতে ১ জন নিহত হয়েছেন।

 

কে এম আলী রেজা জানান, বর্তমানে পানিবন্দি মানুষের সংখ্যা কমে এখন ১০ লাখ ৭২ হাজার ৫৭৯। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩জন। এছাড়া সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ফেনীতে, ১৭ জন।

পরে আলী রেজা বলেন, বন্যা আক্রান্তদের ত্রাণ পৌঁছানোর কাজ এখনও চলমান আছে।

বন্যার পরে রোগের প্রাদুর্ভাব হয়। সে বিষয়ে সতর্ক থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি।

এছাড়া কোথায় কে ত্রাণ পাচ্ছে না সেটি খুঁজে বের করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

অতিরিক্ত সচিব ফারাক্কা বাঁধ খুলে দেয়া প্রসঙ্গে বলেন, পাঁচটি জেলায় খোঁজ নেয়া হয়েছে। পানি বিপদসীমার নিচে আছে। আগামী কয়েক দিন পানি বাড়ার আশঙ্কা নেই, যদি ভারী বৃষ্টিপাত না হয়।

news24bd.tv/SHS