জেনিনে হামাস নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

সংগৃহীত ছবি

জেনিনে হামাস নেতাকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

দখলকৃত পশ্চিম তীরের শহরে ওয়াসাম হাজেম এবং অন্য দুই সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গোয়েন্দাদের নির্দেশে এ হামলা চালানো হয় বলে সামরিক বিবৃতিতে বলা হয়েছে।  

হাজেম পশ্চিম তীরে হামাসের অন্যান্য কর্মকাণ্ডের প্রচারের পাশাপাশি গুলি ও বোমা হামলা পরিকল্পনা ও পরিচালনায় জড়িত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, মিসরা মেশারকা এবং আরাফাত আমের, নিহত অন্য দুই যোদ্ধা, আজেমের অধীনে কাজ করেছিলেন এবং হামলায় জড়িত ছিলেন।

এছাড়াও অস্ত্র এবং অর্থ তাদের কাছ থেকে পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি পক্ষে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। সূত্র: আল জাজিরা

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক