আগস্ট মাসে শ্রীলঙ্কায় অনেক কিছু দাম কমেছে, স্বাভাবিক হচ্ছে বাজার

শ্রীলঙ্কার এক বিক্রেতা

আগস্ট মাসে শ্রীলঙ্কায় অনেক কিছু দাম কমেছে, স্বাভাবিক হচ্ছে বাজার

অনলাইন ডেস্ক

যতো সময় যাচ্ছে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমছে।  মুল্যস্ফীতি এতো বেড়ে ছিল যে অর্থনৈতিকভাবে দেশটির ভঙ্গুর অবস্থা হয়েছিল।  
আজ আগস্ট মাসের শেষ দিনে শূন্য দশমিক ৫ শতাংশে নেমে এসেছে মুল্যস্ফীতি । এরফলে খাদ্য থেকে শুরু করে খাদ্যবহির্ভূত পণ্য—সবকিছুর দাম আগস্ট মাসে কমেছে।

খবর , এএফপির।  
বিদ্যুতের দাম ২২ দশমিক ৫ শতাংশ কমেছে। সেই সঙ্গে পানি, জ্বালানি ও রান্নার গ্যাসের দাম কমেছে। মূলত এসব কারণে আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এতটা কমেছে।

প্রতিবেদনে বলা হয়,  আগের বছরের অর্থাৎ ২০২৩ সালের আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল ৪ শতাংশ; চলতি বছরের জুলাই মাসে যা ছিল ২ দশমিক ৪ শতাংশ। সেখান থেকে একধাপে তা ১ শতাংশের নিচে নেমে এসেছে। শ্রীলঙ্কার পরিসংখ্যান মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি বছরের আগস্ট মাসে গৃহায়ণ, পানি, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য জ্বালানির দাম আগের মাসের তুলনায় দাম কমেছে। এসব পণ্যের দাম জুলাই মাসের তুলনায় কমেছে ৬ দশমিক ৮ শতাংশ। জুলাই মাসেও জুনের তুলনায় দাম কমেছিল শূন্য দশমিক ৮ শতাংশ।
আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের আগে পণ্যমূল্য খুব একটা বাড়বে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক