ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিয়েছেন স্বামী। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী তামান্না (ছদ্মনাম) গোপনে একই গ্রামের আনোয়ার নামক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। যদিও তার হাতে কোনো প্রমাণ ছিল না। কিন্তু গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে খোরশেদ তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে খোরশেদ নিজের সিদ্ধান্তে স্ত্রী তামান্নাকে প্রেমিক আনোয়ারের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গড়েয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রউফ জানান, তামান্না ও আনোয়ারের সম্পর্ক নিয়ে গ্রামে বহু সালিসি সভা হয়েছে, তবে প্রমাণের অভাবে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এই ঘটনায়...
স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী
অনলাইন ডেস্ক
![স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738756970-bed113f334e6c9f8cbd8413d9233590d.jpg?w=1920&q=100)
লিখিত পরীক্ষায় কম নাম্বার পেয়েও মৌখিকে একমাত্র কৃতকার্য নুসরাত!
শরীয়তপুর প্রতিনিধি
![লিখিত পরীক্ষায় কম নাম্বার পেয়েও মৌখিকে একমাত্র কৃতকার্য নুসরাত!](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738755161-e0169c534a2daa81c689caab73b08396.jpg?w=1920&q=100)
সিভিল সার্জন অফিসে চাকরির নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শরীয়তপুরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক কর্মকর্তা জানান, শরীয়তপুরের আলাওলপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী হিসেবে উত্তীর্ণ হয়ে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যোগদান করেন নুসরাত জাহান নামের এক নারী। লিখিত পরীক্ষায় অপর সাতজন চাকরি প্রত্যাশী নুসরাত জাহানের চেয়ে বেশি নম্বর পেয়েও মৌখিক পরীক্ষায় সবাইকে অকৃতকার্য করে একমাত্র নুসরাতকে কৃতকার্য করা হয়। নুসরাতের নিয়োগে অনিয়মসহ সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক ও স্টোর কিপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ক্ষতিয়ে দেখছে দুদক। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথা...
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জহিরুল হকের দাফন সম্পন্ন
মাদারীপুর প্রতিনিধি
![রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জহিরুল হকের দাফন সম্পন্ন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738754176-2848e094e21dd49132537ccdaf4b83d1.jpg?w=1920&q=100)
রাষ্ট্রীয় মর্যাদায় মাদারীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক হাওলাদারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। উপজেলার পাঁচখোলা গ্রামের পঞ্চায়েত বাড়ির নিবাসী জহিরুল হক গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে ৩ ছেলে ও স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালের সম্মুখ সারির মুক্তিযোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। news24bd.tv/AH
যুবদল নেতা তৌহিদুল হত্যার ঘটনায় ৬ জনের নামে মামলা
অনলাইন ডেস্ক
![যুবদল নেতা তৌহিদুল হত্যার ঘটনায় ৬ জনের নামে মামলা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738753562-bb112b861dc62a51056a96d9a7072b30.jpg?w=1920&q=100)
কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নিহত তৌহিদুলের স্ত্রী ইয়াছমিন নাহার বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ মামলাটি করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে। আসামিরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রয়াত আবদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম, ইটাল্লা গ্রামের ফজলুর রহমানের ছেলে তানজিল উদ্দিন, মোক্তল হোসেনের ছেলে নাজমুল হাসান, খায়রুল হাসান, সাইদুল হাসান এবং বামইল গ্রামের পেয়ার আহমেদের ছেলে সোহেল। news24bd.tv/এআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর