ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছে। তাদের মধ্যে তানজিম, হৃদয়, শুভ, সুমিত, মারুফসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও থানার চৌকস টিম এ অভিযান...
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ২৫ পেশাদার ছিনতাইকারী-সন্ত্রাসী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
![মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে ২৫ পেশাদার ছিনতাইকারী-সন্ত্রাসী গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738754412-094a3c7321108a1900606a56cda7c655.jpg?w=1920&q=100)
কাজের ছুতোয় বাসায় ঢুকে ঘুমের ওষুধ খাইয়ে চুরি
নিজস্ব প্রতিবেদক
![কাজের ছুতোয় বাসায় ঢুকে ঘুমের ওষুধ খাইয়ে চুরি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738752692-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
কাজের বুয়া পরিচয়ে বাড়িতে ঢুকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাসার লোকজনকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা হাতিয়ে নিয়ে বিলাসী জীবনযাপন করেন শেফালী বেগম নামে এক নারী। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত শেফালী বেগমকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। প্রশাসনের দাবি, রাজধানীর ধানমন্ডিতে কাজের বুয়া পরিচয়ে বিভিন্ন বাড়িতে ঢুকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা চুরি করে পালিয়ে যান এই নারী। কাজে যোগ দেওয়ার সময় ভুয়া পরিচয়পত্র দেখিয়ে নিজের নাম রোকসানা বলে জানান অভিযুক্ত এই নারী। পরবর্তীকালে বাড়ির মালিকের খাবারে চেতনা নাশক ওষুধ মিশিয়ে অচেতন করে আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি ধানমন্ডি মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী এই পরিবার।...
উত্তরায় থানায় হামলা
অনলাইন ডেস্ক
![উত্তরায় থানায় হামলা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738720468-3f93da36e4dcc70910e18ac429cf2a3c.jpg?w=1920&q=100)
তিন ছাত্র আটকের প্রতিবাদে উত্তরায় থানায় হামলা করেছে শিক্ষার্থীরা। জানা যায়, রাজধানীর উত্তরা পূর্ব থানায় তিন ছাত্র আটকের প্রতিবাদে উত্তরা পশ্চিম থানায় ও পুলিশের ওপর হামলার এই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশের এক সূত্র জানায়, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের জন্য একটি সভার আয়োজন করে শিক্ষার্থীরা। সভা চলাকালীন আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরপর তাদের উত্তরা পূর্ব থানার হেফাজতে রাখা হয়। আটকের খবর পেয়ে উত্তেজিত শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ও থানার গেটে হামলা চালায়। এতে থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেব আক্রান্ত হন। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) জানান, আটক...
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক
![বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738717905-e98d521a0b9ef705a0b6230d97d74f9d.jpg?w=1920&q=100)
রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ ব্যাপারে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এ অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর