দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন বছরেরপ্রথম বাড়লো স্বর্ণের দাম, ভরি প্রতি স্বর্ণের দাম এক হাজার ৬৫৭ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ৯৪৫ টাকা। বুধবার (১৫ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮টাকা, ১৮ ক্যারেটের প্রতি...
নতুন বছরের প্রথম বাড়লো স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র শীর্ষে, রেমিট্যান্স পাঠানোতে পেছনে আরব আমিরাত
অনলাইন ডেস্ক
প্রবাসী আয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পেছনে ফেলে বর্তমানে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে দেশটি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (সেপ্টেম্বর-নভেম্বর) নিয়ে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর থেকে নভেম্বরএই তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৯৯ কোটি ডলার। শীর্ষ দশ দেশের তালিকায় এরপর রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে ২৯ কোটি ৩৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেপ্টেম্বরে তা ৩৯ কোটি ডলারে পৌঁছায়, যা আগের মাসের তুলনায় ৩৪...
এলপি গ্যাসের দাম বাড়ল
অনলাইন ডেস্ক
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকেই কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্কের হার পরিবর্তন হয়েছে, যার ফলে জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, জানুয়ারির শুরুতে এই দাম ছিল ১ হাজার ৪৫৫ টাকা, এবং গত ডিসেম্বরে এই দাম অপরিবর্তিত ছিল। এছাড়া, বেসরকারি এলপিজি রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা করা হয়েছে। এদিকে, অটোগ্যাসের...
শীর্ষে থাকার প্রত্যয়ে ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো স্লোগানে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয়ভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদানে শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার দিনব্যাপী চ্যালেঞ্জার্স সামিট-২০২৫। সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওয়ালটন প্লাজার সহস্রাধিক সদস্যগণ বিক্রয় প্রবৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা, সর্বোচ্চ গ্রাহকসেবা প্রদান ইত্যাদি ক্ষেত্রে সেরা থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা জানান, দেশে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য বিক্রয়ে শীর্ষে রয়েছে ওয়ালটন প্লাজা। এরই প্রেক্ষিতে অর্জন করেছে জাতীয়ভাবে সর্বোচ্চ ট্যাক্স ও ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি। ব্যবসার পাশাপাশি দেশ ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি সামাজিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর