বৃষ্টি না থাকায় যথাসময়ে শুরু খেলা, জয়ের হাতছানি টাইগারদের

বৃষ্টি না থাকায় যথাসময়ে শুরু খেলা, জয়ের হাতছানি টাইগারদের

অনলাইন ডেস্ক

রাওয়ালপিন্ডিতে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই আছে বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস। তবে এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে না। তাই সঠিক সময়ে ম্যাচ গড়িয়েছে মাঠে।

পিন্ডির আকাশে অবশ্য মেঘ আছে।

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশকে আজকের দিনে ১৪৩ রান করতে হবে। দুই ওপেনার জাকির হাসান (৩১*) ও সাদমান ইসলাম (৯*) দলকে ৪২ রান এনে দিয়েছিলেন।

এর আগে পেসারদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। হাসান মাহমুদ ৪৩ রানে ৫ উইকেট নিয়েছে করেছেন ক্যারিয়ারসেরা বোলিং।

নাহিদ রানা ৪৪ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি তাসকিন আহমেদ। এই প্রথম টেস্টে বাংলাদেশের পেসাররা ইনিংসে ১০ উইকেট নিলেন।

news24bd.tv/SC