বাংলাদেশকে ৬ মিনিটেই লিড এনে দিল মোরসালিন

বাংলাদেশকে ৬ মিনিটেই লিড এনে দিল মোরসালিন

অনলাইন ডেস্ক

ভুটানের মাটিতে দীর্ঘ ৮ বছর পর খেলতে নেমেছে বাংলাদেশ। দেশটিতে খেলতে নেমে শুরুতেই সাফল্য পেয়েছে লাল-সবুজ দল। ম্যাচের ৬ মিনিটে বাংলাদেশকে লিড এনে দিয়েছেন শেখ মোরসালিন।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

ম্যাচের ষষ্ঠ মিনিটে রাকিব হোসেনের অ্যাসিস্টে ভুটানের জালে বল জড়ান মোরসালিন। এই গোলে অবশ্য নেপালের গোলরক্ষকের ভুলটাই বড় ভূমিকা রেখেছে।
 
মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডানপ্রান্ত দিয়ে এগিয়ে যান রাকিব হোসেন। কর্ণার লাইনের ঠিক আগে মোরসালিনের উদ্দেশে বল ক্রস করেন তিনি।
সরাসরি বলের কাছে পৌঁছাতে পারেননি মোরসালিন।  

নেপালের গোলরক্ষক বল সরাসরি হাত দিয়ে না ধরে সেটাকে অন্যদিকে ঠেলে দেয়ার চেষ্টা করেন। কিন্তু ক্লিয়ার করতে পারেন না। বল চলে যায় মোরসালিনের কাছে। ডি-বক্সের মধ্য থেকে জালে বল জড়াতে ভুল করেননি তরুণ এই স্ট্রাইকার।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক