স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, আসন্ন ঈদের ৯দিনের ছুটিতে দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারে সেজন্য পুলিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় থাকবে এবং তাদের কোনো ছুটি নেই। এবারের ঈদে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানীসহ পুরো দেশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। নাসিমুল গনি বলেন, এ বছর দেশের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মানুষের জানমাল রক্ষায় অন্যান্য বারের চেয়ে অধিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যেকোনো ঝামেলা এড়াতে ৯৯৯ এ ফোন দিলে দ্রুত পুলিশের সহায়তা পাওয়া যাবে, কারণ পুলিশ এখন আগের চেয়ে অনেক এ্যাকটিভ। তিনি বলেন, যারা ঢাকার বাইরে যাবেন রাস্তায় তাদের সমস্যা এড়াতে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ। ছুটিতে যারা ঢাকায় থাকবেন তারা যাতে শান্তিপুর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে...
ঈদে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে দেশ
অনলাইন ডেস্ক

ঈদের ছুটিতে প্রয়োজনে জুমে যুক্ত থাকবেন সরকারি কর্মকর্তারা: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

ঈদে নয়দিন ছুটি থাকলেও এ সময় অর্থনৈতিক স্থবিরতা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। তিনি বলেন, ঈদের ছুটিতে বেশীরভাগ উপদেষ্টা ঢাকায় থাকবেন। কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে থাকলেও জরুরি প্রয়োজনে জুমে যুক্ত হয়ে কাজ করবেন তারা। বৃহস্পতিবার (২৭ মার্চ) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব জানান। এদিকে, ঈদের ছুটিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। ২৪ ঘণ্টা তারা সতর্কভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। স্বরাষ্ট্র সচিব বলেন, ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হবে।...
যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় ৩ কোটি টাকা
অনলাইন ডেস্ক

ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে বৃহস্পতিবার (২৭ মার্চ) পর্যন্ত সড়কে যানজট নেই। এদিকে বাড়ছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে দুই কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ এবং এর বিপরীত ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (২৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৫২৭টি...
জুলাই থেকে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করবে এনবিআর
অনলাইন ডেস্ক

জুলাই থেকে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে এনবিআর ভবনে রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাক বাজেট সভায় তিনি এসব কথা বলেন। বিস্তাতির আসছে........... news24bd.tv/এআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর