যশোরের চৌগাছা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি আইয়ুব হোসেন বাবু (৪০) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) রাতে ছদ্মবেশে চৌগাছা বাজারে ক্যারম খেলার সময় তাকে আটক করা হয়। গ্রেপ্তার আইয়ুব হোসেন বাবু চৌগাছা বিশ্বাসপাড়ার বাসিন্দা এবং ইয়াকুব আলীর ছেলে। র্যাব জানায়, বাবু একটি দোকানে ক্যারম খেলছিলেন। ছদ্মবেশে থাকা র্যাব সদস্যদের একজন তার সঙ্গে খেলার ছলে অবস্থান নেন। পরে আরও সদস্য সেখানে উপস্থিত হয়ে বাবুকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর বাবু বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং এরপর তাকে চৌগাছা থানায় নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। পরে অবস্থার উন্নতি হলে তাকে থানায়...
ছদ্মবেশে শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে ক্যারম খেলছিল র্যাব, অতঃপর যা ঘটলো
অনলাইন ডেস্ক

বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় যা বলল জেলা জামায়াত
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনা অরাজনৈতিক ও ব্যক্তিগত বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে রোববার (২০ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ শহরের দরগা রোডস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এ দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৭ এপ্রিল সন্ধ্যায় উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের ইজারা গ্রহিতা এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের সাথে চাঁদা উত্তোলনের ঘটনাকে কথাকাটাকাটি হয়। ওই সময় ইজারা গ্রহিতা কর্তৃপক্ষের প্রতিনিধি হাফিজুল ও তার সাথে থাকা ৫/৬ জনকে আজাদ হোসেন ও তার সাথে থাকা ১৫০/২০০ জন তাদেরকে বেদম মারপিট করে। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার পরের দিন জুম্মা নামাজ শেষে রামকান্তপুর গ্রামের বিভিন্ন মতের জনগণ...
পারভেজের মায়ের আর্তনাদ, ‘কী অপরাধ আছিন আমার পুতের'
নিজস্ব প্রতিবেদক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এ হত্যাকাণ্ড হয়। তার মৃত্যু মানতে পারছেন না তাঁর স্বজন ও এলাকাবাসী। জাহিদুল ময়মনসিংহের ভালুকা উপজেলার ৫ নম্বর বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের কুয়েতপ্রবাসী জসিম উদ্দিনের ছেলে। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সামনে দুই নারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ হাসাহাসির জেরে গতকাল বিকেলে একদল যুবক তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এদিকে সন্তানের মৃত্যুর খবর পেয়ে গতকাল রাতেই বিমানে ওঠেন প্রায় ৯ বছর ধরে কুয়েতে থাকা বাবা জসিম...
ঝালকাঠিতে পৌর খেয়াঘাটের ইজারা আদায় নিয়ে উত্তেজনা
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পৌর খেয়াঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে করে নদী পারাপারে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। আজ রোববার (২০ এপ্রিল) সকালে পৌর খেয়াঘাটে মো. শহীদ খলিফা ইজারা তুলতে গেলে বাধা দেওয়া হয়। ঝাড়ু নিয়ে ঘাট দখলে নেয় মাঝিমাল্লাদের স্ত্রী। দুই গ্রুপের এ দ্বন্দ্বের কারণে ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাড়ের যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে পরিস্থিতি শান্ত করতে পৌর প্রশাসন খেয়াঘাটে আসে। জানা যায়, প্রতিবছর শতকরা দশ ভাগ মূল্য বৃদ্ধিতে মাঝিমাল্লা সমিতি ইজারা নিয়ে ঘাট পরিচালনা করে। এ বছর উন্মুক্ত ইজারা আহ্বান করায় মো. শহীদ খলিফা ৯ লাখ ৫৫ হাজার টাকায় খেয়াঘাট ইজারায় নেন। নিয়ম অনুযায়ী পহেলা বৈশাখ থেকে শহীদ খলিফা ঘাটে ইজারা তোলার কথা থাকলেও মাঝিমাল্লা সমিতির লোকজন তাতে বাধা সৃষ্টি করে আসছে। সকালে শহীদ খলিফা ইজারা তুলতে গেলে...