জোর করে বেশি হারে কর নেওয়ার মানসিকতা পরিবর্তনের আহ্বান

সংগৃহীত ছবি

জোর করে বেশি হারে কর নেওয়ার মানসিকতা পরিবর্তনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বারবার একই লোকের কাছ থেকে জোর করে বেশি হারে কর আদায়ের মানসিকতা বাদ দিয়ে নতুন করদাতা খোঁজার তাগিদ দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার এনবিআর কার্যালয়ে অনলাইনে নতুন আঙ্গিকে আয়কর বিবরণী জমার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। কর কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি বন্ধে অনলাইনে ট্যাক্স রিটার্ন ব্যবস্থা জোরদার এবং উন্নত সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি।

এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, গেলো অর্থবছর অনলাইনে প্রায় সাড়ে পাঁচ লাখ কর দাতা তাদের রিটার্ন জমা দেন।

এবার সেই সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে যাবে এমন আশা তার।

এবছর ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়া গেলেও আগামী অর্থবছরের প্রথম দিন পহেলা জুলাই থেকেই অনলাইনে রিটার্ন জমা দেয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক