চালু হলো বড়পুকুরিয়ার এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন

চালু হলো বড়পুকুরিয়ার এক ইউনিটের বিদ্যুৎ উৎপাদন

অনলাইন ডেস্ক

চালু হয়েছে বড়পুকুরিয়ার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। জানা গেছে, বন্ধ থাকার তিন দিনের মাথায় আংশিক উৎপাদন শুরু করেছে কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩২ মিনিটে বন্ধ থাকা তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিটটি চালু করা হয়েছে।

তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, জাতীয় গ্রিডে উৎপাদিত ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিটটির সংস্কার কাজ চলছিলো। ফলে ৭ সেপ্টেম্বর থেকে এটি বন্ধই ছিল। দুই নম্বরটি ২০২০ সাল থেকে বন্ধ। আর গত সোমবার বড় ধরনের ত্রুটির কারণে তৃতীয়টিও বন্ধ হয়ে যায়।

ফলে বড়পুকুরিয়া থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছিলো না।

প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক আরও বলেন, “এক নম্বর ইউনিট মেরামত কাজ শেষে বৃহস্পতিবার রাত ৮টা ৩২ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায়। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ”

এসময় তিনি উল্লেখ করেন, “ইলেক্ট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প সচল করতে না পারলে সোমবার বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিট চালু করা সম্ভব হবে না। ”

যদিও তিনি জানান, যত দ্রুত সম্ভব চীন থেকে যন্ত্রাংশ এনে এই ইউনিট সচল করার চেষ্টা চলছে।

news24bd.tv/SC