তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ২৬৫ মেগাওয়াট

তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু, জাতীয় গ্রিডে যুক্ত হবে ২৬৫ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক

চালু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া তৃতীয় ইউনিটটি। ফলে কয়লা-ভিত্তিক এই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২৬৫ মেগাওয়াট। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

তিনি রোববার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সাংবাদিকদের জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ থাকার পর গত ৯ আগস্ট তৃতীয় ইউনিটের ইলেক্ট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হয়ে যায়।

ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। চুক্তিবদ্ধ চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল এই ওয়েল পাম্পটি সরবরাহের জন্য দুই সপ্তাহ সময় নেয়।

কিন্তু গত শনিবার বিকেলের মধ্যেই ওয়েল পাম্পটি চীন থেকে বাংলাদেশে আনতে সক্ষম হই। পাম্পটি স্থাপনের পর রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় তৃতীয় ইউনিটটি চালু করা সম্ভব হয়।

বর্তমানে দুটি ইউনিট থেকে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে।

news24bd.tv/JP