রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ ব্যাপারে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এ অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বুধবার (২২ জানুয়ারি) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।...
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক
রাজধানীতে প্রাইভেট কারে আগুন!
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুরে বাঙলা কলেজ গেটের সামনে অগ্নিকাণ্ডে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ইমরান হোসেন গণমাধ্যমকে জানান, গাড়িটা রাস্তায় পার্ক করা ছিল। হঠাৎ এতে আগুন ধরে যায়। তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ৮টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সাত আট মিনিটের মধ্যে তারা পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের ধারণা, গাড়ির ব্যাটারি থেকে বৈদ্যুতিক গোলোযোগের কারণে গাড়িটিতে আগুনের সূত্রপাত হয়। আরও পড়ুন সাইফকে হাসপাতালে নেওয়া সেই অটোচালক যত টাকা পুরস্কার পেলেন ২১ জানুয়ারি, ২০২৫ এছাড়া আগুনের একটিভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা গেছে, রাস্তার একপাশে দাউ দাউ আগুনে জ্বলছে গাড়িটি। এ সময় আশপাশের মানুষ নিরাপদ দূরত্বে সরে...
থানা থেকে পালানো ওসি শাহ আলমকে নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক
কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে আনার পর রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলম এখনও ধরা পড়েনি। যদিও তাকে পুনরায় গ্রেপ্তারে সারাদেশে রেড এলার্ট জারি করেছিল পুলিশ। এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানালেন, শাহ আলম সম্ভবত ভারত পালিয়ে গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, সাবেক ওসিকে পুলিশ ছেড়ে দেয়নি। ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। তাকে যদি পুলিশ ছাড়বেই তবে কুষ্টিয়াতেই ছেড়ে দিতো। ঢাকায় আনার পর না। এ ঘটনায় দায়িত্ব অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুজনকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, পালানো ওসিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সম্ভবত...
টিকা না পেয়ে সড়ক অবরোধ প্রবাসীদের
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। টিকা না পেয়ে সড়ক অবরোধ করেন তারা। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০০ প্রবাসী পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালের সামনে অবরোধে নামে। জানা গেছে, আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দুই-একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওইসব টিকা না পেলে তাদের পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে বলে জানানো হয়। পরে তারা স্কয়ার হাসপাতালে এসে দেখেন, এখানেও টিকার সংকট। এরপরই রাস্তায় নামেন তারা। এ বিষয়ে শেরে-বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের বলেন, টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে যে, স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন। কিন্তু স্কয়ার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত