ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের নায়িকা শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন ঘোষণা দিয়েছিলেন কাজে ফেরার। ‘রঙ্গনা’ সিনেমার শুটিংও করেছেন। সামাজিক মাধ্যমে বেশ সরব শাবনূর।
সূদুর অস্ট্রেলিয়ায় নিজের ছবি পোস্ট করে গতকাল ফেসবুকে নায়িকা লিখলেন, ‘সুখ মাঝে মধ্যে লুকিয়ে থাকে অজানায়।’
শাবনূরের কথাটি যেন লুফে নিয়েছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তার সঙ্গে একমত পোষণ করে ভক্তরা লিখছেন নানা কথা। কেউ আবার অভিনেত্রীকে পর্দায় দেখার অপেক্ষায় আছেন- সে কথাও তুলে ধরেন মন্তব্যের ঘরে।
প্রসঙ্গত, ‘রঙ্গনা’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে। সিনেমাতে শাবনূরের বিপরীতে কাকে দেখা যাবে তা চমক হিসেবে রাখা হয়েছে।