বাংলাদেশকে ১০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক

বাংলাদেশকে ১০০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক

বাংলাদেশকে এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক এ সহায়তা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বিশ্বব্যাংকের ঋণ সহায়তার তথ্য জানান।  

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর এ তথ্য দেন হুসনে আরা।  

ঋণ সহায়তার মধ্যে পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হওয়ার কথা।

তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে।

শর্তগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ। টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্তও মানতে হবে বাংলাদেশকে।

সরকার এর আগে ১২ সেপ্টেম্বর প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দেয়।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক