ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। ছবি: বিবিসি

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্রান্সের পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি বিপদে পড়ার পরই উদ্ধার কর্মীদের সতর্ক করা হয়। রাবারের নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। এতে ইরিত্রিয়া, সুদান, সিরিয়া ও ইরানসহ বেশি কয়েকটি দেশের নাগরিকরা ছিলেন।

জরুরি সার্ভিসের সদস্যরা ৫৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

পরে তাদের মধ্য থেকে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়।

বিবিসি জানিয়েছে,অভিবাসী বহনকারী ছয় শিশু ও এক অন্ত:সত্ত্বা নারীসহ ১২ জন ডুবে মারা যাওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চ্যানেলটিতে আবার দুর্ঘটনা ঘটল।  

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র সর্বশেষ ঘটনাটি নিশ্চিত করেছেন ও বলেছেন, ফরাসি কর্তৃপক্ষ ঘটনাটি দেখছে ও তদন্তের নেতৃত্ব দিচ্ছে। দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেছেন, চ্যানেলে আরও প্রাণহানির খবর আতঙ্কের।

news24bd.tv/DHL