কক্সবাজারের টেকনাফে হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৩৫০টি কাছিমছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার সাগরে এগুলো অবমুক্ত করা হয়। নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম)-এর প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল কাইয়ুম জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে এ বছর ৮ হাজার ৫০০টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়। এসব ডিম থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫০০ কাছিমছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে। সোমবার অবমুক্ত করা কাছিমছানাগুলো মাঝেরপাড়া এলাকার একটি হ্যাচারিতে ফোটানো হয় এবং পরে সাগরের লোনাপানিতে ছেড়ে দেওয়া হয়। আবদুল কাইয়ুম আরও জানান, টেকনাফসহ পুরো জেলায় ২৫ হাজার ৭০০টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৮৫...
টেকনাফে আরও ৩৫০ কাছিমছানা সাগরে অবমুক্ত
অনলাইন ডেস্ক

ভারত থেকে অনুপ্রবেশকালে পাঁচজন আটক
অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জলিল মিয়া, সিদ্দেক আলী, আনোয়ার হোসেন, তার স্ত্রী মিম আক্তার এবং শাহিনা আক্তার নামে এক কিশোরী। তারা সকলেই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকার সীমান্ত দিয়ে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে মুড়ইছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের সন্ধ্যায় কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।...
ভাগ্য নির্ধারণের মাধ্যমে ওমরার সুযোগ পেলেন দুই ইমাম
শরীয়তপুর প্রতিনিধি

বাড়ির উঠান জুড়ে ইমাম ও মুয়াজ্জিনদের এক মিলন মেলা। সেখানে একটি বিশেষ পাত্রে রাখা আছে টিকিট। এ বিশেষ টিকিটগুলো থেকে ভাগ্য নির্ধারণ হবে দুই ইমাম ও মুয়াজ্জিনের। বিনা টাকায় তারা পাবেন ওমরার সুযোগ। গত তিন বছর এমনি এক অভাবনীয় আয়োজন করে চলছেন নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ীর পরিবার। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবারের মতো এ বছর ঈদ উপলক্ষে শহীদুল ইসলাম বাবু রাড়ীর পরিবারের পক্ষ থেকে নড়িয়া পৌরসভার ৭০টি মসজিদের অন্তত ১২০ জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয় পাঞ্জাবির কাপড়, পাগড়িসহ নানা উপহার। রোববার দুপুরে লোনসিং এলাকায় উপস্থিত হওয়া ইমাম ও মুয়াজ্জিনদের উপহার দেওয়া শেষে তাদের মধ্যে লটারির আয়োজন করা হয়। এরপর সেখান থেকে দুই জনের ভাগ্য নির্ধারণের মাধ্যমে ওমরার সুযোগ করে দেওয়া হয়। সামান্য বেতনে যেখানে ইমাম মুয়াজ্জিনদের পরিবার...
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেলো বৃদ্ধের
ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবদুল লতিফ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পশ্চিম দরবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ৫৫ বছর বয়সী লতিফ একই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে কাপড় শুকাতে বাঁশের খুঁটি লাগাতে যান লতিফ। এ সময় সীমানা নিয়ে প্রতিবেশী মাইন উদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে লতিফ মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা। লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর