দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগ

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগ

জামিনে জেল থেকে বের হওয়ার চার দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়াল অবশ্য এর আগেই দিল্লিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে পদত্যাগের এমন ঘোষণা দিয়েছিলেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে তার বাসভবনে আনুষ্ঠানিকভাবে সাক্ষাত করে এ ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল।

এ সময় তার উত্তরসূরি অর্থাৎ দিল্লির পরবর্তী ‍মুখ্যমন্ত্রী অতীশি এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন।

একই দিনে আম আদমি পার্টির আইনপ্রণেতাদের এক বৈঠকে দিল্লির পরবর্তী নতুন মুখ্যমন্ত্রী অতীশি মারলেনার নাম ঘোষণা করেন দলটির প্রধান কেজরিওয়াল। খবর এনডিটিভির।

কেজরিওয়াল বলেন, জনগণ রায় না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি।

এখন জনতার আদালত থেকে ন্যায়বিচার পেতে চাই।

এর আগে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে ৬ মাস কারাবন্দি থাকার পর গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জামিনে মুক্তি পান কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন।

এদিকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি অতীশিকে আইনসভায় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ