রাজবাড়ীর কালুখালীতে কৃষক কদম আলী শেখ (৫৫) হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার হরিণবাড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাবববন্ধনে নিহত কদম আলী শেখের স্বজনরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে কৃষক কদম আলীকে হত্যা করা হয়েছে। ঘটনার দিন বিকালে সে হরিণবাড়িয়া বাজারে মুলা ও ধনিয়াপাতা বিক্রি করতে যায়। রাত হয়ে গেলেও সে বাড়ী ফিরে না আসায় খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের নারায়নদিয়া তালতলার ফসলি মাঠে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে সময় তার মাথা ফাটানো, পা ভাঙ্গা, নাকে রক্তসহ শরীরে আঘাতের চিহৃ থাকলেও পুলিশ মামলা না নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করে। কৃষক কদম আলীর হত্যার সাথে জড়িতদের...
রাজবাড়ীতে কৃষক হত্যার ঘটনায় মানববন্ধন
রাজবাড়ী প্রতিনিধি
গোপালগঞ্জে ২৫ ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ২৫টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা তাদের ওপর যে বৈষম্য হচ্ছে, তার প্রতিবাদে ও বৈষম্য দূর করে উপসচিব পর্যায় থেকে সচিব পর্যায় পর্যন্ত মেধার ভিত্তিতে পদন্নোতির দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় পৌরপার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন অফিসের ২৫ ক্যাডারের কর্মকর্তারা এতে অংশ নেন। এসময় কর্মকর্তারা বলেন, শুধুমাত্র একটি ক্যাডারের কর্মকর্তারা সব ধরনের সুযোগ-সুবিধা নেয়ায় বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তাদেরকে পদোন্নতিসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অবস্থা চলতে পারে না। বিশেষ করে উপসচিব থেকে সচিব পর্যায় পর্যন্ত ২৫ ক্যাডারদেরও যাতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয় সেই দাবি জানানো হয়।...
ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত
অনলাইন ডেস্ক
বালুবোঝাই ড্রামট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়। এর মধ্যে ২ জন ঘটনাস্থলে এবিং ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়মনসিংহের গাছতলা বাজারে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সদর ও তারাকান্দা সীমানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২), পুত্রবধু লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদরের বাহাদুরপুর এলাকায়। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় ঘনকুয়াশার মাঝে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিতে বাড়ি যাচ্ছিল আব্দুর রশিদের পরিবার। এ সময় বিপরীত দিক...
পাবনায় বিএসএস শিক্ষা ক্যাডারদের মানববন্ধন
পাবনা প্রতিনিধি
জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বাতিল ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে সারাদেশের মতো পাবনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিএসএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের আব্দুল হামিদ রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ আলী, ড. মো. শফিকুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. আলী আজমল, মো. কাওছার হোসেন, মো. শফিউল আলম ও মো. খাইরুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে যে বাতিলের সুপারিশ করেছেন তারা তার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও উপসচিব পদে কোটাপদ্ধতি বাতিল করে উন্মুক্ত পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিতের সুপারিশ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর