সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২৮টি দুম্বা ও ৩৭টি রাম ছাগল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার (১৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় এগুলো আটক করা হয়। আটককৃত দুম্বা ও ছাগলের আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে, সে জন্য চোরাই পথে এ সব পশু ভারত হতে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে...
সীমান্তে ‘ভারতীয়’ ৬৫ দুম্বা-ছাগল আটক
অনলাইন ডেস্ক

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে শিশুসহ নিহত ২
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বাসন থানার তেলিপাড়া এলাকায় একটি তাকওয়া বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন তিন জন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে আসা একটি মিনিবাস ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায়। এ সময় চাপা পড়ে একটি শিশু নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে আরও তিনজন আহত হয়। আহতদের সবাইকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা...
আওয়ামী লীগের পৌর কাউন্সিলর খালেদ গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি

ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খালেদ খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। ফেনী সদর থানার ওসি মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালেদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আনতে বিমানবন্দরে পুলিশ পাঠানো হয়েছে। ফেনীর স্থানীয় আওয়ামী লীগ সূত্রেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বছর ৪ আগস্ট মহিপালে ছাত্র হত্যায় একাধিক মামলার আসামি খালেদ। জানা যায়, তিনি সৌদিআরব থেকে দেশে আসছিলেন।
নববর্ষের দিন হাসপাতালের রোগীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ
ঝিনাইদহ প্রতিনিধি

দেশজুড়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ। দিনটি উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষ পরিবার-পরিজন নিয়ে আনন্দ উল্লাস করছেন, আবার অনেকে অসুস্থ স্বজন নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনেরা ভুলেই গেছেন আজ বাঙালির বিশেষ একটি দিন। তবে দিনটি উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী এক রোগীবান্ধব পরিবেশ। এদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি থাকা শতাধিক রোগী, রোগীর স্বজনরা পেয়েছেন পহেলা বৈশাখে ফুলেল শুভেচ্ছা। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগী, রোগীর স্বজন, কর্মরত চিকিৎসক ও নার্সদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন। এছাড়া হাসপাতালের পক্ষ থেকে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবারের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর