গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে আকতারুজ্জামান আক্তার হোসেন নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। আকতারুজ্জামান উপজেলার পারুলের চর গ্রামের মৃত মোগরব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান জানান, দুপুরে বিচারপতি খুরশীদ আলম তার বাসভবনের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় আকতারুজ্জামান বিচারপতির কাছে সরাসরি ৫০ লাখ টাকা দাবি করেন। পরে বিচারপতি স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওসি আরও জানান, এর আগে গত ৬ আগস্ট ২০২৪-এ আকতারুজ্জামান হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি...
বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে আটক যুবদল নেতা
অনলাইন ডেস্ক
নওগাঁয় বাস উল্টে স্বাস্থ্যকর্মীসহ নিহত দুই
অনলাইন ডেস্ক
নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা খুন্তি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের মোশারফ হোসেন এবং এনায়েতপুর গ্রামের স্বাস্থ্যকর্মী আফতাব হোসেন। নিহত মোশারফ হোসেন পেশায় বাসের সুপারভাইজার ও আফতাব হোসেন স্বাস্থ্যকর্মী। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার পত্নীতলা উপজেলার নজিপুর থেকে (ঢাকা মেট্রো-ব ১৫-২৮৬৭) যাত্রীবাহী একটি বাস নওগাঁর দিকে আসছিল। এসময় মহাদেবপুর উপজেলার খুন্তি মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কে উল্টে যায়। এ সময় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী...
চাপা দিয়ে পালিয়ে গেল অজ্ঞাত যান, নিহত ৩
অনলাইন ডেস্ক
রাজশাহীর মোহনপুরে অজ্ঞাত গাড়িচাপায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জান যায়নি। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মোহনপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ধারণা করা হচ্ছে নিহতরা মোটরসাইকেলে ছিলেন। তাদের অজ্ঞাত ট্রাক বা বাস চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক অবস্থায় তাদের নাম পরিচয় জানা যায়নি। তিনি বলেন, আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি। একই সঙ্গে দুর্ঘটনা ঘটানো যানবাহন শনাক্তের চেষ্টা করছি। নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি।...
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন ইন্দোনেশিয়ার তরুণী
বেলাল রিজভী, মাদারীপুর:
ইন্দোনেশিযার তরুণী ট্রিয়ানীর সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় জুবায়ের হাওলাদারের। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। টানা দুই বছর করেন প্রেম। এতে বাধা হয়নি প্রায় চর হাজার কিলোমিটারের পথ। প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা। মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামে ঘটে এমন ঘটনা। তবে নতুন এই নতুন জুটিকে দেখার জন্য সাধারণ জনগণ ভিড় করছেন জুবায়েরের বাড়িতে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এলাকা ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামের মো. হুমায়ন কবীরের ছেলে জুবায়ের হাওলাদারের সঙ্গে প্রায় দুই বছর পূর্বে টিকটকের মাধ্যমে পরিচায় হয় ইন্দোনেশিয়ার তরুণী ট্রিয়ানীর। সেই থেকে শুরু হয় তাদের প্রেমে। এদিকে গত ২৮ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর