ক্রমশই বাড়ছে শীতের তীব্রতা। স্বল্প আয়ের মানুষ এই শীতে পড়েছে চরম বিপাকে। দিন আনে দিন খায় তাদের অবস্থা আরো করুণ। তাই চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এককই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল কিনতে দেশের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা কম্বল যথাযথভাবে বিতরণ...
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৭ লাখ কম্বল পেল শীতার্তরা
অনলাইন ডেস্ক
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
অনলাইন ডেস্ক
শীতের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেন। জিতেন্দ্রনাথ রায় বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরপশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোর ৬টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। সকাল বেলা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের। আরও পড়ুন রাজধানীসহ দেশের বিভিন্ন...
কতদিন এমন শীত থাকবে, জানালো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
দুদিন ধরে রাজধানীতে নেই সূর্যের দেখা। সারা দেশের মতো জেঁকে বসেছে শীত। শুক্রবার রাত থেকে তো কুয়াশা গুড়িগুড়ি বৃষ্টির মতো ঝরেছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শীতের তীব্রতা থাকবে আরও চারদিন। এছাড়াও বইবে শৈতপ্রবাহ। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত এই তীব্র শীতের অনুভূতি থাকবে। ৭ জানুয়ারির পর থেকে দিনের তাপমাত্র বাড়বে। আরও পড়ুন ঘন কুয়াশা, তীব্র শীত; কতদিন থাকবে এমন? ০২ জানুয়ারি, ২০২৫ তিনি বলেছেন, জানুয়ারিতে উত্তর, পূর্ব মধ্যাঞ্চলে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ এবং দুই থেকে তিনটি মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সর্বনিম্ন তপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩...
দেশের বেশির ভাগ অঞ্চল কুয়াশার চাদরে
অনলাইন ডেস্ক
সারা দেশে জেঁকে বসেছে কনকনে শীত। দুই দিন ধরে অভিমানী সূর্য মুখ লুকিয়ে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়া। সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশের বিভিন্ন বিভাগ ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার আকাশে ঘন থেকে অতিঘন কুয়াশার উপস্থিতি থাকায় সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ময়মনসিংহ ও খুলনা বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকলেও সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে। বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে রাস্তাঘাট। আর যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর