প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাতের অভিযোগে চারটি গাড়িসহ পাঁচ প্রতারককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান। তিনি বলেন, গত ১৪ জানুয়ারি রাতে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাড়ি ব্যবসায়ী ইমদাদুল হক খান ওরফে নওশাদ তেজগাঁও শিল্পঞ্চল থানায় একটি মামলা করলে অভিযানে যায় পুলিশ। ইবনে মিজান জানান, চক্রটি অভিযোগকারীর গাড়ি শোরুম থেকে প্রতারণার মাধ্যমে নিয়ে যায়। পরে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গাড়িগুলো ফেরত দেবে না বলে জানায় এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পরে ৫ জানুয়ারি ভুক্তভোগী মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।...
তিন কোটি টাকার গাড়ি আত্মসাৎ, প্রতারক চক্রের ৫ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক
এক চোখের জায়গায় আরেক চোখে অপারেশন, পালালেন চিকিৎসক
অনলাইন ডেস্ক
দেড় বছরের শিশু ইরতিজা বাম চোখে সমস্যা নিয়ে ভর্তি হয় রাজধানীর একটি হাসপাতালে। কিন্তু তার বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন করেছেন চিকিৎসক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে এই ঘটনা ঘটে। জানা গেছে, শিশু ইরতিজাকে মঙ্গলবার বিকেলে চোখের সমস্যার জন্য ধানমন্ডি আই হসপিটালে নেন পরিবারের লোকজন। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। অস্ত্রোপচার শেষে পরিবারের সদস্যরা খেয়াল করেন ইরতিজার বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। পরে চিকিৎসককে এই বিষয়টি জানানো হলে, তিনি শিশুটিকে আবার ওটিতে নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন। কিন্তু এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা। যদিও বিষয়টি...
রাজধানীর যেসব মার্কেট বুধবার বন্ধ থাকে
অনলাইন ডেস্ক
ঢাকা যানজটের শহর। রাজধানীবাসীকে প্রতিদিনের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ ব্যাপারে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এ অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। যেসব এলাকার দোকানপাট বন্ধ: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।...
পুলিশের পোশাক পরে ছিনতাই, হাতেনাতে ধরা ৩ জন
অনলাইন ডেস্ক
রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশের পোশাক পরে ও পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২০মিনিটের সময় হাতিরঝিলের চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. হাকিম উদ্দিন (৩০), মো. শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্বর (২২)। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্মের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, একটি পুলিশের ট্র্যাকসুট, একটি পুলিশের রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর