গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি জানান, পূর্বে ইজতেমা ময়দানে জারি করা বিধিনিষেধ এখন প্রত্যাহার করা হয়েছে এবং এ বিষয়ে সন্ধ্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থীদের মধ্যে সহিংস সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। এর পরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ১৪৪ ধারা জারি করে, যা ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় কার্যকর ছিল। news24bd.tv/তৌহিদ
প্রত্যাহার হলো বিশ্ব ইজতেমা ময়দানের ১৪৪ ধারা
অনলাইন ডেস্ক
বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন ৬৪ ভারতীয় জেলে
অনলাইন ডেস্ক
বাগেরহাট জেলা কারাগার থেকে ৬৪ জন ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ সময় কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিতিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যান। বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা গেছে, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন ও ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়েরপূর্বক আদালতে পাঠায় মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো...
বৃষ্টির মতো শিশির পড়ছে রংপুরে
অনলাইন ডেস্ক
রংপুরে শীত বিচিত্র রূপে হাজির হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় প্রকৃতি বৈরী আচরণ করতে শুরু করেছে। বৃষ্টির মতো শিশির পড়ছে। কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতিসেই সাথে উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল হাওয়ার সাথে কনকনে ঠাণ্ডায় জনজীবন কাবু হয়ে পড়েছে। রংপুর আবাহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সাথে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। দুই তাপমাত্রা কাছাকাছি চলে আসায় শৈত্যপ্রবাহের চেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। উত্তর পশ্চিমের বাতাসের গতি ছিল ৫ কিলোমিটার। সব মিলিয়ে দেখা গেছে শীতের কারণে জনজীবন থেকে শুরু করে প্রাণি ও কৃষি সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। মাঠে এখন বোরো ধানের বীজতলা। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকলে বীজতলা নষ্ট হয়ে যাবে এমন শঙ্কা করছেন...
যৌতুকের জন্য গর্ভবতী স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
জামালপুরে যৌতুকের জন্য গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ফজলুল হক ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি পূর্বপাড়া এলাকার মো. মজনু মিয়ার ছেলে উজ্জল মাহমুদের সাথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী এলাকার মো. ইব্রাহিম খলিলের মেয়ে তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই উজ্জল মাহমুদ যৌতুকের জন্য তার স্ত্রী তাহমিনা জান্নাতকে নির্যাতন করে আসছিল। বিয়ের দুমাসের মধ্যে তাহমিনা জান্নাত গর্ভবতী হয়ে পড়লে যৌতুকের টাকা না এনে দিলে গর্ভপাত করানোর হুমকি দেয় উজ্জলসহ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর