পোলট্রি ফিড ও মুরগীর বাচ্চার দাম নির্ধারণে আল্টিমেটাম

পোলট্রি ফিড ও মুরগীর বাচ্চার দাম নির্ধারণে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

পোলট্রি ফিড ও মুরগীর বাচ্চার দাম নির্ধারণ করতে সরকারকে ১৫ দিন সময় দিয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। অন্যথায় ১৫ দিন পরে ধীরে প্রান্তিক পর্যায়ে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ রোববার সকালে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় প্রান্তিক খামারীদের বাদ দিয়ে করপোরেট উৎপাদকদের পরামর্শে সম্প্রতি বাজারের ডিম ও মুরগীর দাম নির্ধারণ করার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ৭টি করপোরেট উৎপাদক এবং ৮টি অ্যাসোসিয়েশন মিলে সারা দেশে মুরগী ও ডিমের বাজার অস্থির করে তুলছে। এদের বিরুদ্ধে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। উল্টো চিহ্নিত কর্পোরেট শক্তি প্রান্তিক পর্যায়ের খামারীদের ব্যবসা বন্ধ করতে বিভিন্ন কৌশলে সরকারকে হাত করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

করপোরেট উদ্যোক্তাদের সাথে না থাকলে ফিড ও বাচ্চার দামে বিশাল তারতম্যের সৃষ্টি হয় উল্লেখ করে বিপিএ জানায়, মেট চাহিদার ৮০ শতাংশ ডিম ও মুরগীর চাহিদা জোগান দেয় দেশের ১ লাাখ ৬০ হাজার প্রান্তিক খামারি।

news24bd.tv/তৌহিদ