অবশেষে রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অবশেষে রাঙামাটিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটিতে প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। ধর্মঘট ডাকার ৩৬ ঘণ্টা পর এটি প্রত্যাহার করলেন সংশ্লিষ্টরা।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় প্রশাসনের আশ্বাসে পরিবহন মালিক ও শ্রমিকরা এ সিদ্ধান্ত নেয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জোন কমান্ডার লে. কর্ণেল মো. এরশাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিক মালিক সমিতির নেতারা।

সভায় পরিবহন মালিক শ্রমিকরা হামলায় আহত শ্রমিক ও যানবাহনের ক্ষতিপূরণসহ অন্যান্য দাবি তুলে ধরেন। পরে সহায়তার আশ্বাস পেয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেন।

সভা শেষে জেলা প্রশাসক বলেন, সিএনজি-বাস-ট্রাক শ্রমিকরা যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এবং বাস-ট্রাক সহ যে সকল পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রণালয়ে ক্ষতিপূরণের বিষয়ে সহযোগিতা চাওয়া হবে।

সহায়তা প্রাপ্তির পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক শ্রমিকরা নির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়।

news24bd.tv/SHS