পাহাড়ে বাঙালিদের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি 

পাহাড়ে সহিংসতা

পাহাড়ে বাঙালিদের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি 

অনলাইন ডেস্ক

বাঙালিদের ওপর পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠীর হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ঢাকায় অবস্থানরত পার্বত্য চট্টগ্রামের বাঙালি ছাত্র জনতা।  সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানান তারা।  

বাঙালি ছাত্র-জনতা জানান, পাহাড়ে বসবাসরত বাঙালিদের অভিযোগ, আন্তর্জাতিক শক্তির মদদে সুপরিকল্পিতভাবে একটি গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পাহাড়ের দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট করে কিছু সন্ত্রাসী গোষ্ঠী দাঙ্গা লাগানোর চেষ্টায় নিয়োজিত আছে।

দীর্ঘদিন ধরে যেসব সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ে হত্যা, লুট, গুমসহ নানা অপরাধে জড়িত। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানান বাঙালি ছাত্ররা।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক